বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

0
59
dhaka explosion

খাসডেস্ক, ঢাকাঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা (Dhaka)। বিস্ফোরণটি ঘটে বাংলাদেশের সিদ্দিকবাজার, ফুলবাড়িয়া ও গুলিস্তানের সংযোগস্থলে। মঙ্গলবার বিকেলে সেখানকার ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। আহতের সংখ্যা শতাধিক (injured more than hundred)।

আরও পড়ুন :দিল্লিতে নেমে অসুস্থ কেষ্ট, হুইল চেয়ারে বসিয়ে আনা হল বিমানবন্দরের বাইরে

- Advertisement -

নিহতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্র বাংলাদেশ ফায়ার সার্ভিসের (bangladesh fire service) কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশও। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন :তালাবন্দি করে ঘরে আগুন লাগাল দুষ্কৃতীরা, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

আরও পড়ুন :চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরতে হল ফিরহাদকে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি এসি থেকে বিস্ফোরণ ঘটেছে। ঢাকা (dhaka) পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল।  বিস্ফোরণটি জংশন স্থলে ঘটলেও সাততলা বাড়িটির ঠিকানায় সিদ্দিকবাজার উল্লেখ করা রয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।প্রসঙ্গত ২০১৬ সালে ঢাকায় (dhaka) একটি ক্যাফেতে মারাত্মক হামলা চালায় সন্ত্রাসবাদীরা।  এই আক্রমণে ২২ জন মানুষ প্রাণ হারান যার অধিকাংশই বিদেশি। হামলার ১২ ঘণ্টার মধ্যে নিহত হন সকলেই। গুলশন (gulshan) এলাকার হোলি আর্টিজান বেকারিতে হামলাটি ঘটে।