ঠিক যেন নায়কের মত বরণ, বিধায়ক ঘরে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা

চলতি মাসে বিধায়কের বাড়ি থেকে সারি সারি নোটের বান্ডিল উদ্ধার করে তদন্তকারীরা

0
58
bjp MLA heroic welcome

কর্ণাটক : ৫ দিন ধরে ছিলেন নিখোঁজ। গ্রেফতারির আগেই হাই কোর্ট থেকে মিলেছে বেল। বিজেপি বিধায়ককে (bjp MLA) স্বাগতম জানাতে রাস্তার দুপাশে সারি সারি লোক। ঠিক যেন নায়কের মতো বরণ।

আরও পড়ুন :দিল্লিতে নেমে অসুস্থ কেষ্ট, হুইল চেয়ারে বসিয়ে আনা হল বিমানবন্দরের বাইরে

- Advertisement -

এই ছবি কর্ণাটকের দাভাঙ্গেরের। ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপি বিধায়কের ছেলে। এই ঘটনায় বিধায়ক পুত্রের সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও ৪ জন। এরপরই নিখোঁজ হয়ে যান বিজেপি বিধায়ক।

আরও পড়ুন :বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা, নিহত কমপক্ষে ১৬

আরও পড়ুন :পথে নেমে সিভিক ভলান্টিয়ারদের ধমক আইসির, পাঠ দিলেন যান নিয়ন্ত্রণের

গাড়ির খোলা ছাদে হাসি মুখে দেখা যাচ্ছে বিধায়ককে। তিনি উত্তেজিত জনতার উদ্দেশে হাত নাড়ছেন। উচ্ছ্বাসে ফেটে পড়ছে জনতা। তাঁরা স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়কের গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটছেন। গত মাসে তার ছেলে প্রশান্ত মাদল তার পক্ষে ঘুষ গ্রহণের অভিযোগে ধরা পড়ার পর মাদল বিরুপাক্ষপ্পাকে এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে নামকরণ করা হয়েছিল।  কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন বিধায়ক। কাঁচামাল সরবরাহ করার জন্য একটি টেন্ডার নিশ্চিত করতে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চলতি মাসের ২ রা মার্চ বিজেপি বিধায়কের (bjp MLA)  বাড়িতে তল্লাশি চালাতেই নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। এরপরই ওই কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান বিধায়ক। মামলাটি এই বছরের নির্বাচনের আগে বাসভরাজ বোমাই সরকারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগকে পুনরুজ্জীবিত করে। যা  বিরোধী কংগ্রেসের কাছে একটি অন্যতম অস্ত্র।