শেষ মাঝরাতের নাটক, ৩ দিন ইডি হেফাজত অনুব্রতর

দিল্লিযাত্রা আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত

0
93
Anubrata mondal

খাসডেস্কঃ মাঝরাতের নাটকের যবনিকা, ৩ দিন ইডি হেফাজত অনুব্রতর। ১০ই মার্চ পর্যন্ত ইডি কাস্তডি অনুব্রত মণ্ডলের। বুধবার রাত ১১টা ২০ মিনিটে রাউস অ্যাভিনিউ কোর্টে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সিবিআই আদালতে শুরু হয় গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে (anubrata mondal) নিয়ে শুনানি। বিচারক রাকেশ কুমারের এজলাসে শুনানিতে ইডির আইনজীবী তাঁর সওয়াল শুরু করেন। অনুব্রতকে ১৪ দিনের জন্য হেফাজতে নিতে চায় ইডি।অনুব্রতের আইনজীবী মুদিত জৈন বলেন, ‘‘এই মামলায় ভার্চুয়াল হাজিরা হওয়া উচিত নয়। সশরীরে হাজিরা দেওয়ার কথা।’’ আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলের সঙ্গে কোনও কথা বলা হয়নি। এমনকি মক্কেলের সঙ্গে তিনিও কথা বলার সুযোগ পাননি। তিনি আরও বলেন, ‘‘কলকাতা হাই কোর্ট অভিযুক্তের শারীরিক অবস্থার উপরে জোর দিয়েছে। এই অবস্থায় মাঝরাতে হাজিরা করানো উচিত নয়। এখানকার হাসপাতাল যে রিপোর্ট দিয়েছে তা সন্তোষজনক নয়। অন্তত সকাল পর্যন্ত অনুব্রতকে সময় দেওয়া হোক।’’ ইডির আইনজীবী পাল্টা সওয়াল করেন, ‘‘করোনা পরিস্থিতিতে অনেক সময় ভার্চুয়াল পদ্ধতি কাজে লাগানো হয়েছে। অনুব্রতের আইনজীবীই তো সশরীরে হাজির হননি!’’ বিচারকের উদ্দেশে ইডির আইনজীবী বলেন, ‘‘তা হলে ৩০ মিনিট সময় দিন। অনুব্রতকে নিয়ে বাড়ি (আপনার) আসছি।’’এর পরেই ঠিক হয় অনুব্রতকে নিয়ে বিচারক রাকেশ কুমারের বাড়িতে যাবে ইডি। রাত ১ টা নাগাদ বিচারকের বাড়িতে অনুব্রতকে নিয়ে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 আরও পড়ুন : ঠিক যেন নায়কের মত বরণ, বিধায়ক ঘরে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা

- Advertisement -

এর আগে দিল্লিযাত্রা আটকাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।গত শনিবার আদালত সেই আর্জি খারিজ করে দেয়। হাই কোর্ট জানায় অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যেতে পারবে। তবে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিতে হবে কলকাতার কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। পাশাপাশি বিমানযাত্রার সময়ও তাঁর সঙ্গে এক জন চিকিৎসককে রাখতে হবে। উল্লেখ্য মঙ্গলবার দিল্লিতে পৌঁছতেই শ্বাসকষ্ট অনুভব করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। হুইলচেয়ারে বসিয়ে তাঁকে বিমানবন্দরের বাইরে আনা হয়। তবে জানা গিয়েছে দিল্লিতে নামার আগে বিমানেই অস্বস্তি বোধ করতে থাকেন কেষ্ট।

আরও পড়ুন :দিল্লিতে নেমে অসুস্থ কেষ্ট, হুইল চেয়ারে বসিয়ে আনা হল বিমানবন্দরের বাইরে

আরও পড়ুন :  গরু চোর, রাজধানীতে পা রেখেও একই স্লোগান শুনলেন তৃণমূলের ‘সম্পদ’

প্রসঙ্গত গত বছরের অগস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত (anubrata mondal)। বেশ কয়েক বার জামিনের আবেদন খারিজ হয়েছে তাঁর। পরে ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। গরু পাচার মামলায় অনেক আগেই গ্রেফতার হয়েছেন অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন। তাঁকে রাখা হয়েছে দিল্লির তিহাড় জেলে।