IPL 2022: নতুন দলের অধিনায়ক হয়ে বিশেষ বার্তা দিলেন হার্দিক-রাহুল

0
83

স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদ এবং লখনউয়ের দুটি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির দলের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি শুক্রবার নিলামের আগে তাদের তিনজন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। লখনউ এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিগুলিও প্রকাশ করেছে যে, দলের অধিনায়ক কে হবেন এবং দলে যোগ দেওয়ার জন্য খেলোয়াড়দের কত টাকা দেওয়া হচ্ছে। কেএল রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া যথাক্রমে লখনউ ও আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির অধিনায়ক। এরপরে একটি ভিডিও এর মাধ্যমে তাদের উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ জানিয়েছেন এই দুইজন।

আহমেদাবাদে আইপিএল দলের মালিকরা ঘোষণা করেছেন যে, তারা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, আফগানিস্তানের স্পিনার রশিদ খান এবং ভারতীয় ওপেনার শুভমান গিলকে অন্তর্ভুক্ত করেছেন। অধিনায়ক হিসেবে দলে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দলকে ধন্যবাদ জানিয়েছেন হার্দিক। ভিডিও বার্তা শেয়ার করে তিনি বলেছেন, “হ্যালো আহমেদাবাদ, নতুন আইপিএল দল আহমেদাবাদে নতুন যাত্রা শুরু করতে খুব উত্তেজিত।”

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022 Auction: তালিকায় নেই ইউনিভার্স বস

তিনি আরও বলেছেন, “অধিনায়ক হিসেবে আমার উপর আস্থা রাখার জন্য আমি দলের মালিক ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এটি একটি নতুন যুগ এবং আমি অপেক্ষা করছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে এই দল সবসময় লড়াই করবে এবং শেষ পর্যন্ত তাদের সেরাটা দেবে। স্বাগতম শুভমান গিল ও রশিদ খান। দুজন খেলোয়াড় যাদের আমি খুব ভালো করে চিনি এবং তারা দলের জন্য খুব ভালো করবে।”

আরও পড়ুন: IPL 2022: ব্যয়বহুল খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কেএল রাহুল

লখনউ ফ্র্যাঞ্চাইজির টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে কেএল রাহুল বলেছেন, “সবাইকে হাই, প্রথমেই আমি বলতে চাই যে লখনউয়ের নতুন দলের অংশ হওয়া অনেক সম্মানের। লখনউয়ের মানুষের জন্য আমি আমার সেরাটা দেব।” রাহুল ছাড়াও লখনউ আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রবি বিষ্ণোইকে ৪ কোটি এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছে।