Free Fire গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ দুই পরিবারে

0
102

খাস খবর ডেস্ক: Free Fire! নিছকই একটি গেমস্। খুনোখুনি, মারপিট সবই ভার্চুয়াল দুনিয়ায়। কিন্তু সেই Free Fire গেমকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাস্তবেও।

আরও পড়ুন: কাজের সময় শেষ, মাঝপথেই বিমান চালাতে বেঁকে বসলেন পাইলট

- Advertisement -

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার সেখানে ভরতপুর থানার মদনপুর গ্রামে এই গেম খেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয় মীর পিয়ার আলি এবং চাঁদ বিবির পরিবারের মধ্যে। দুই পরিবারের দুই ছেলে ছাদে ফ্রি ফায়ার খেলছিল। সেই সূত্রেই একসময় বচসা সৃষ্টি হয় দুজনের মধ্যে।

এরপর ক্রমে পরিবারের বাকিরাও জড়িয়ে পড়ে সেই বচসায়। এদিকে স্থানীয়দের দাবী, দুই পরিবারের মধ্যে সম্পর্ক অতীতেও খুব ভাল ছিল না।

আরও পড়ুন: সৌপ্তিক পর্ব: সেনাছাউনিতে ঢুকে ১১ জন ঘুমন্ত সেনাকে হত্যা করল জঙ্গির দল

মীর পিয়ার অভিযোগ করেছেন চাঁদ বিবি ও তাঁর ছেলে রাহুলই প্রথমে হামলা চালান মীর পিয়ারের বাড়িতে। অন্যদিকে চাঁদ বিবি আবার অভিযোগ করেন মীর পিয়ারই তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছেন ভরতপুর থানার পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।