IPL 2022 Auction: তালিকায় নেই ইউনিভার্স বস

0
59

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২২ মেগা নিলাম ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নিলামের আগে দুটি নতুন আইপিএল দল আহমেদাবাদ এবং লখনউ তিনজন করে খেলোয়াড় বেছে নিয়েছেন। আইপিএল নিলাম সংক্রান্ত আপডেটে এবার নিলামের জন্য ১২১৪ জন খেলোয়াড় নিজেদের রেজিস্টার করেছেন। যার মধ্যে ২৭০ জন ক্যাপড এবং ৩১২ জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন। তবে এই তালিকা থেকে উধাও বেশকিছু বড় নাম নেই।

টি -২০ ক্রিকেটের ইউনিভার্সাল বস ক্রিস গেইলের নাম বিসিসিআইয়ের রেজিস্টার তালিকায় নেই। গেইল এই বছরের আইপিএল নিলাম এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গেইল নিজেই টি -২০ বিশ্বকাপের পর ঘোষণা করেছিলেন যে, তিনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন। কিন্তু বিসিসিআই কর্তৃক প্রকাশিত তালিকায় রেজিস্টার খেলোয়াড়দের তালিকায় তার নাম নেই। ক্রিস গেইলের নাম না থাকায় বেশ অবাক ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস গেইলের নামে অনেক বড় রেকর্ড রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: Subhash Bhowmick: স্মরণসভার আয়োজন দুই প্রধানে, গড়ে উঠবে মিউজিয়াম ও মূর্তি

ক্রিস গেইল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের দলের হয়ে খেলেছিলেন। নিলামের তালিকায় গেইলের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরা। জানা গিয়েছে, মিচেল স্টার্ক, বেন স্টোকস, স্যাম করণ, ক্রিস গেইল, জোফ্রা আর্চার এবং ক্রিস ওকস আসন্ন নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন। অন্যদিকে এবার আইপিএল ২০২২ -এর জন্য দলগুলির পার্স ৮৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০ কোটি টাকা করা হয়েছে।

আরও পড়ুন: IPL 2022: ব্যয়বহুল খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কেএল রাহুল

আইপিএল ২০২২ -র মেগা নিলামের আগে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। কে এল রাহুলকে ১৭ কোটি টাকায় কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা’র লখনউ ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় দলের ওপেনার কেএল রাহুলকে আইপিএলের নতুন দল লখনউয়ের অধিনায়ক করা হয়েছে।