IPL 2022: ব্যয়বহুল খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কেএল রাহুল

0
433

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২২ -র মেগা নিলামের আগে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। কে এল রাহুলকে ১৭ কোটি টাকায় কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা’র লখনউ ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় দলের ওপেনার কেএল রাহুলকে আইপিএলের নতুন দল লখনউয়ের অধিনায়ক করা হয়েছে। রাহুল আইপিএল ২০২২ -এর সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হলেন। রাহুল ছাড়াও লখনউ আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রবি বিষ্ণোইকে ৪ কোটি এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছে।

আইপিএল ২০২০ এবং ২০২১ সালে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিয়েছেন রাহুল। আইপিএলে টানা চার মরশুমে ৫৭৫ এরও বেশি রান করেছেন রাহুল। আইপিএল ২০২২ -এর সবচেয়ে দামি খেলোয়াড় রাহুল। তার আগে চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা (১৬ কোটি টাকা) এবং দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ (১৬ কোটি টাকা) ব্যয়বহুল খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। এবারে আর আইপিএল আটদলীয় নয়। বরং আহমেদাবাদ আর লখনউকে নিয়ে মোট ১০টি দল অংশ নিতে চলেছে। ফলে আগের সব দলই তাদের একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: Subhash Bhowmick: স্মরণসভার আয়োজন দুই প্রধানে, গড়ে উঠবে মিউজিয়াম ও মূর্তি

আইপিএলের আর এক নতুন ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ ১৫ কোটি টাকা দিয়ে হার্দিক পাণ্ডিয়া এবং রশিদ খানকে দলে নিয়েছে। আহমেদাবাদ দলের অধিনায়কও করা হয়েছে হার্দিককে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরে আহমেদাবাদ আইপিএল দলের মালিকরা ঘোষণা করেছে যে, তারা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, আফগানিস্তানের স্পিনার রশিদ খান এবং ভারতীয় ওপেনার শুভমান গিলকে দলে নিয়েছে।