Exclusive: সুভাষ ভৌমিক আমার পিতৃতুল্য, নিজের বাড়িতে রেখেছিলেন: অ্যালভিটো

0
2700

কলকাতা: ময়দান হারাল তার প্রিয় ভম্বল দাকে। প্রয়াত ভারত তথা দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলা সুভাষ ভৌমিক। সুভাষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ফুটবলার সহ তাঁর সতীর্থরাও। কোচ হিসেবে সুভাষের সাফল্য অভূতপূর্ব। বর্ণময় কোচ তথা বর্ণময় ক্রীড়া ব্যক্তিত্বের জীবনাবসান। শোকাহত প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার অ্যালভিটো ডি কুনহা। খাস খবরের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছিল অ্যালভিটোর সঙ্গে। কোচ সুভাষ ভৌমিক নিয়ে একাধিক স্মৃতিচারণা করলেন অ্যালভিটো।

অ্যালভিটো বলেন, “বলার মতো অনেক স্মৃতি রয়েছে। এটা একদিন বলা শেষ হবে না। তবুও সবচেয়ে স্মরণীয় মূহুর্ত যদি বলি তা হল আশিয়ান কাপ জয়। সেই সময় কেউই বিশ্বাস করেনি ভারত থেকে কোনও দল আশিয়ান কাপ জিততে পারে বলে। এটি নিঃসন্দেহে একটি বড় জয়। এবং এই জয়ের সব কৃতিত্বই সুভাষ ভৌমিকের। যেভাবে তিনি সকলকে অনুপ্রেরণা জুগিয়েছেন, এক কথায় অসাধারণ। সকলের মনে একটি কথাই ঢুকিয়ে দিয়েছিলেন যে, আমরাই সেরা দল, আমরা কাপ জয়ের দাবিদার।”

- Advertisement -

আরও পড়ুন:Exclusive: ৬০ এর দশকে আমরা সুভাষ দাকে দেখে বড় হয়েছি, সত্যজিৎ চট্টোপাধ্যায়

তিনি আরও বলেছেন, “শুধু একজন অসাধারণ ফুটবলার বা কোচই নন, ম্যানেজমেন্টেও দারুণ, অসাধারণ। আজকাল আইএসএল আইলিগে অনেক বড় বড় কোচ এসেছে, কিন্তু ওনার মতো কোনও ভাল ম্যানেজমেন্ট আছে কিনা আমার সন্দেহ আছে। একজন মহান হৃদয়ের মানুষকে হারালাম।” অ্যালভিটোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমি যখন কলকাতায় এসেছি এবং এত বছর থেকেছি শুধুমাত্র সুভাষ ভৌমিকের জন্য। কলকাতায় বাঙালিদের মধ্যে গোয়ায় জীবনযাত্রার থেকে অনেকটাই আলাদা। গোয়ার বাসিন্দা হয়ে ২০ বছর ধরে কলকাতায় থাকা সহজ ছিল না।”

আরও পড়ুন: Exclusive: সমরেশের থেকে বাঁ পায়ের সুইং শিখেছিলেন সুভাষ, স্মৃতিচারণায় প্রাক্তন সতীর্থ

“কিন্তু অনেকটাই সহজ করে দেন তিনি (সুভাষ ভৌমিক)। অনফিল্ড নয়, মাঠের বাইরেও আমাকে অনেক সাহায্য করেছিলেন। আমার যখন ফর্ম ছিল না। তিনি ওনার ঘরে আমাকে রাখেন এবং কোচিং দেন। নিয়মিত ডায়েট সহ স্পেশ্যাল ট্রেনিং দেন। আমার মনে হয় না এখন আর কোনও কোচ এইরকম করবেন না। একেবারে আমার পিতৃতুল্য। আমার উপর বিশেষ নজর রাখতেন। প্রায় এক মাসের উপর আমাকে নিজের বাড়িতে রেখেছিলেন।”