মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মুম্বই। শনিবার তারদেও এলাকার এক বহুতলে আগুন লাগে। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন, গুরুতর অসুস্থ বহু।
সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭ টা নাগাদ তারদেওর নানা চকের কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন এসে পৌঁছয়। বিল্ডিংয়ে আটকে থাকা আবাসিকদের বাইরে বার করে আনা হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা।
অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। শ্বাসকষ্টের ফলে গুরুতর অসুস্থ হয় অনেকে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী ভাটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জন জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের আইসিউতে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কি কারণে আগুন লেগেছে খতিয়ে দেখা হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি, নিকটবর্তী হাসপাতালগুলি আহতদের ভর্তি নিতে অস্বীকার করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।