অসি ক্রিকেটারের ঘরে নতুন অতিথি, টুইটারে শুভেচ্ছা বার্তার বন্যা

0
49

খাস খবর ডেস্ক: অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের পেস বোলার মেগান স্কুট ও জেস হলিক ২০১৯ সালে তাদের নতুন জীবন শুরু করেছিলেন। ২০২১ সালের মে মাসেই মেগান তার প্রথম সন্তানের আসার কথা ঘোষণা করেছিলেন। এবার মেগান স্কটের ঘরে এল নতুন অতিথি। অসি তারকা ক্রিকেটার মেগানের সঙ্গী জেস হলিক একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

এই ছোট অতিথির নাম রেখেছেন রেইলি লুইস স্কুট। টুইটারেই এই খবর জানিয়েছেন মেগান। এরপর সোশ্যাল মিডিয়ায় মেগান ও জেসকে সকলে শুভেচ্ছা জানাচ্ছে। ছোট্ট এই শিশুর গত ১৭ আগস্ট জরুরী সি-সেকশনের মাধ্যমে জন্ম হয়েছে। মেগান টুইট করে সন্তানের নাম, তার জন্মের তারিখ, সময় এবং জন্মের সময় শিশুর ওজন উল্লেখ করেছেন।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG: তৃতীয় টেস্ট খেলতে প্রস্তুত অশ্বিন, এই খেলোয়াড়ের পরিবর্তে পাবেন সুযোগ

শনিবার টুইটে মেগান লিখেছেন, “গত ২৪ সপ্তাহ ধরে আমাদের সমস্যার কথা বলা হচ্ছিল। সুতরাং প্রায় পাঁচ সপ্তাহ ধরে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। আমরা কোথায় যেতে পারি তা নিয়ে ভাবছিলাম। আমি আমার স্ত্রীকে নিয়ে বেশি গর্বিত। আমি আগে থেকেই জানতাম তিনি একজন অসাধারণ মা হবেন। আমি একজন ভাগ্যবান ব্যক্তি যে আমার জীবনে এরকম দুটি সুন্দরী মেয়ে পেয়েছি।”