IND vs ENG: তৃতীয় টেস্ট খেলতে প্রস্তুত অশ্বিন, এই খেলোয়াড়ের পরিবর্তে পাবেন সুযোগ

0
14
R Ashwin wants change in the rule of lbw

খাস খবর ডেস্ক: ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বিরাট বাহিনী। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে, বাকি রয়েছে এখনও তিনটি টেস্ট। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট লিডসের হেডিংলি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট বুধবার থেকে শুরু হওয়া এই ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বের এক নম্বর স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন হেডিংলি টেস্টে খেলতে প্রস্তুত।

এই সিরিজে অশ্বিন এখনও খেলার সুযোগ পাননি। ভারত প্রথম দুই টেস্টে অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে খেলতে নামিয়েছে। জাদেজাকে ব্যাটিংয়ের কারণে অগ্রাধিকার দেওয়া হয়। এই সিরিজে এখন পর্যন্ত ব্যাট হাতে সফল হয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে জাদেজা একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টেও তিনি ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যদিও দুই টেস্টের চার ইনিংসে একটিও উইকেট পাননি জাদেজা। বোলিংয়ে বাজিমাত করেছেন ভারতের চার পেস বোলার।

- Advertisement -

আরও পড়ুন: আফগান ক্রিকেট বোর্ডে তালিবানরা, দেশকে সমর্থনের বার্তা রশিদ খানের

লর্ডস টেস্টেও অশ্বিনের খেলা নিশ্চিত ছিল। কিন্তু ম্যাচের আগে বৃষ্টির কারণে ভারত চারজন পেস বোলারকে নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। হেডিংলি টেস্টেও ভারত মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মাকে প্রথম একাদশে সুযোগ দিতে পারে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে পারেন রবি অশ্বিন। ক্রিকেটপ্রেমীরা আশা করছে, লর্ডসের মতোই তৃতীয় টেস্টে দুই দলের মধ্যে চলবে জমিয়ে ব্যাট-বলের লড়াই।