গোপনে খুনের প্রচেষ্টা, আশঙ্কা প্রকাশ Elon Musk-এর

0
56
Twitter

খাস ডেস্ক: ট্যুইটারের দায়িত্বভার নেওয়ার পর থেকেই Elon Musk বারবার শিরনামে উঠে এসেছেন। কখনও খলনায়ক হিসেবে আবার কখনও নায়ক হিসেবে এই প্রযুক্তিজগতের প্রতিষ্ঠিত নাম চর্চার আলোয় এসেছেন। এবার তিনি আরও এক দাবি করে চর্চায় উঠে এলেন। ট্যুইটারের CEO Elon Musk দাবি করেছেন, তাঁকে গোপনে হত্যা করার চেষ্টা করা হয়েছে। গত সপ্তাহের শুরুতেই ট্যুইটার স্পেসেসের ২ ঘন্টার প্রশ্ন উত্তর চলাকালীন তিনি এরকমই দাবি সামনে এনেছেন।

আরও পড়ুন ময়নাতদন্তের সময়ে আতঙ্ক, মৃতদেহের উরুর মধ্যে জলজ্যান্ত সাপ

- Advertisement -

নিউইয়র্ক পোস্টের একটি রিপোর্ট অনুসারে মাস্ক জানিয়েছেন, প্রকাশ্যে কখনওই তিনি কোনও গাড়ির প্যারেডে অংশ নেবেন না। এর কারণ ব্যাখ্যাও করেছেন তিনি। মূলত খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বা তাঁকে গুলি করার সম্ভাবনা থাকতে পারে বলে তিনি মনে করেছেন। তাঁর কথায়, যদিকেউ কাউকে খুন করতে চায় তা কখনওই খুব একটা কঠিন কাজ নয়, তবে আশা করা যায় এরকম পরিস্থিতি যাতে কখনো না আসে। তিনি আরও বলেছেন, তিনি একটি নিপীড়ন ছাড়া ভবিষ্যতের আশা রাখেন, সেই কারণেই তাঁর প্রাণহানির আশঙ্কা বর্তমান। Elon Musk এর কথায়, তিনি আশা করেন ভবিষ্যতে যাতে কারোর বাকস্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। এই মর্মে তিনি জানান, অন্য কারোর ক্ষতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নিজের বাকস্বাধীনতা থাকাটা প্রয়োজন।

আরও পড়ুন বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

উল্লেখ্য, এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই বেশ কিছু Twitter Account যা আগে বন্ধ করে দেওয়া হয়েছিল ফের সেগুলি চালু করিয়েছেন। এর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, মনোবিদ ডাঃ জর্ডন পিটারসন, কমেদিয়ান ক্যাথি গ্রিফিন, র‍্যাপার কেনিয়া ওয়েস্ট সহ বেশ কিছু জনপ্রিয় মানুষের Account. পাশাপাশি তিনি কোম্পানির প্রচুর কর্মিদের ছাঁটাই করেছেন। ট্রাস্ট এবং সেফটিতে যে দল কাজ করত তাঁদের সকলের চাকরি থেকে বহিষ্কার করেন তিনি। এমনকি ট্যুইটারের কোভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য সংক্রান্ত যে নিয়ম ছিল তাও তুলে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ট্যুইটার Democratic National Committeeর সমর্থনে কাজ করছে ট্যুইটার।

আরও পড়ুন চারজন ছাত্র পিছু একটি ডিম, প্রতিবাদে মিড ডে মিলের কিচেনে তালা ঝোলালেন অভিভাবকেরা