ময়নাতদন্তের সময়ে আতঙ্ক, মৃতদেহের উরুর মধ্যে জলজ্যান্ত সাপ

0
56
Jalpaiguri Rare Red Coral Kukri Snake Rescue and Released

খাস ডেস্ক: ময়নাতদন্তের কাজে যারা নিযুক্ত থাকেন তাঁদের কাজ করতে গিয়ে বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবার এরকমই এক পরিস্থিতির কথা জানালেন এক ময়নাতদন্তের টেকনিশিয়ান। মৃতদেহের ময়নাতদন্ত করতে গিয়ে দেখা যায় দেহের ভিতরে রয়েছে একটি জীবন্ত সাপ(Live Snake)। একজন ব্যক্তির মৃতদেহের উরুর মধ্যেই রয়েছে একটি জীবন্ত সাপ। এটি সামনে আসতেই ওই টেকনিশিয়েন রীতিমতো চমকে ওঠেন।

আরও পড়ুন প্রকাশ্যে রাস্তায় ইট দিয়ে থেঁতলে খুন যুবককে, CCTV’তে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

- Advertisement -

বছর একত্রিশের জেসিকা লোগান প্রায় নয় বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ময়নাতদন্তের কাজ কখনওই সহজ নয়, তবে তিনি তাঁর কাজকে অত্যন্ত ভালোবাসেন যদিও নিত্যনতুন এই কাজ চ্যালেঞ্জকে স্বাগত জানায় বলেও তিনি জানান। তবে মৃতদেহের মধ্যে জীবন্ত সাপ(Live Snake) দেখার কথা তিনি মনে করে আতঙ্কের কথা সামনে এনেছেন। উরুর মধ্যে সাপ দেখে তিনি ভয়ে চিৎকার করে ওই ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দেন। এমনকি ওই সাপ যতক্ষণ না উদ্ধার করা হয় তিনি ঘরে প্রবেশই করেননি।

আরও পড়ুন বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

তিনি এই বিষয়ে জানান, মৃতদেহ কি পরিস্থিতিতে আনা হচ্ছে তার ওপর এইরকম ঘটনা নির্ভর করে। যদি দেহ শুকিয়ে ঠাণ্ডা হয়ে যায় তবে সেক্ষেত্রে কীটপতঙ্গের আনাগোনা বেড়ে যায়। কিন্তু যদি তা ভেজা অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে ছাড়পোকা ধরে যায়। মৃতদেহের ভিতরে এবং বাইরে এই ছাড়পোকা থাকতে পারে। এই মর্মে তিনি জানিয়েছেন, বেশ কিছু হাসপাতালে এই কাজ করা হয় এক এক করে সমস্ত অঙ্গ শরির থেকে বের করার মাধ্যমে। এই ময়নাতদন্তের কাজ তাঁদের জন্যই প্রযোজ্য যারা মানবদেহের প্রতি আগ্রহ রাখে। মানসিক এবং শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ পছন্দ করেন তারাই পারবেন এই কাজ করতে। পাশাপাশি মৃতদেহকে ভয় পেলে এই কাজ কখনওই করা যাবে না।

আরও পড়ুন উপত্যকা নিয়ে বাড়ছে মাথাব্যথা, কাশ্মীরে নিরাপত্তা ইস্যুতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে করছে স্বরাষ্ট্র মন্ত্রক