পাকিস্তানের হারে কতটা সুবিধা, রোহিতরা কি পৌঁছবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে

0
37

বিশ্বদীপ ব্যানার্জি: ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরে গিয়েছে পাকিস্তান। ফলে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল বাবর আজমদের জন্য। কিন্তু এতে ভারতের কি কোনও সুবিধা হল? পারবেন রোহিতরা টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছতে?

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ভারত-পাক, দুই দলের অবস্থান-ই কাছাকাছি। টেবিলের চার নম্বরে রয়েছেন রোহিত শর্মারা আর পাঁচে বাবরের দল। দুই পক্ষের পয়েন্ট শতাংশের ফারাক-ও খুব বেশি নয়। যথাক্রমে ৫২.০৮ (ভারত) এবং ৪৬.৬৭ (পাকিস্তান)। তাই অবশ্যই পাকিস্তানের হারে বাড়তি সুবিধা পেয়ে গেল টিম ইন্ডিয়া।

- Advertisement -

আরও পড়ুন: এবারই নকআউট পর্বে থাকছে সব মহাদেশের দল

রোহিত-বিরাটদের হাতে আরও ৬ টি টেস্ট রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ২টি, আর তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আরও ৪টি টেস্ট। উল্টোদিকে পাকিস্তানকে চলতি সিরিজে আরও দুটি টেস্ট খেলতে হবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও দুটি টেস্ট। এই পরিস্থিতিতে ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে সব ম্যাচ না জিতলেও চলবে। ঘরের মাঠে অজিদের কাছে একটি ম্যাচ হারলেও চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ থাকবে রোহিত শর্মা অ্যান্ড কোংয়ের।

World Test Championship

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যদিও এসবের মাঝে রয়েছে একটি কাঁটা। দক্ষিণ আফ্রিকা। যারা ৬০ পয়েন্ট শতাংশের সঙ্গে টেবিলের দু নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ৭২.৭৩ পয়েন্ট শতাংশের সঙ্গে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ফলতঃ আপাতদৃষ্টিতে এই দুই দলের-ই ফাইনাল খেলার সম্ভাবনা সবথেকে বেশি।‌ তবে আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে প্রোটিয়ারা। যা তাদের জন্য নিঃসন্দেহে এক কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এই সিরিজে তেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ কমে গেলে ভারত বাড়তি সুবিধা পেয়ে যাবে, তা বলাই বাহুল্য। এছাড়া টেবিলের তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তাদের নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলতে হবে। আর এই সিরিজ জিতলেও খুব একটা লাভ হবে না তাদের জন্য।