চারজন ছাত্র পিছু একটি ডিম, প্রতিবাদে মিড ডে মিলের কিচেনে তালা ঝোলালেন অভিভাবকেরা

0
47
Mid day meal

বাঁকুড়া: চারজন ছাত্র পিছু একটি ডিম! কোনও কোনও দিন আবার সেই চারভাগের এক টুকরো ডিমও মেলে না৷ পরিবর্তে দেওয়া হয় পেঁফে বা লাউয়ের ঝোল! এমনকি একাধিকবার ডালে পোকাও পাওয়া গিয়েছে৷ সবমিলিয়ে মিড ডে মিলের (Mid day meal) মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। এমনকি কিচেনে ঝুলিয়ে দেওয়া হল তালাও৷ মঙ্গলবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ির বড়শী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। খবর পেয়ে গ্রামে যায় স্থানীয় থানার পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলে উপস্থিত ছাত্র ছাত্রীদের মিড ডে মিলে একটি ডিম দেওয়ার কথা৷ কিন্তু বড়শী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের একটি ডিমের চার ভাগের এক ভাগ দেওয়া হয়। এমনকি প্রায়শই লাউ ঝোল, পেঁপে ঝোল খাওয়ানো হয়। এমনকি একাধিকবার ডালে পোকা পড়ার ঘটনাও ঘটেছে বলে তাদের অভিযোগ। আর এই ঘটনার পিছনে একটি বিশেষ স্বনির্ভর গোষ্ঠীকে রান্নার দায়িত্ব দেওয়াই দায়ী বলে তারা দাবি করেন।

- Advertisement -

অভিভাবকদের আন্দোলনের মুখে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন হেমব্রম বলেন, ‘‘আমরা কি করব? সরকারিভাবে ছাত্র পিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ মিড ডে মিলে৷ তারমধ্যেও পড়ুয়াদের যতটা সম্ভব ভাল খাবার দেওয়ার চেষ্টা করা হয়৷ তবে নিম্নমানের খাবার বা ডালে পোকার অভিযোগ সঠিক নয়, বলে দাবি করেছেন তিনি৷ একই সঙ্গে বলেন, ‘‘আশেপাশে অন্য কোনও স্বনির্ভর গোষ্ঠী না থাকায় এতদিন একটি গোষ্ঠীই মিড ডে মিলের (Mid day meal) দায়িত্বে ছিল৷ তবে এবার নয়া গোষ্ঠীকে আমরা রান্নার দায়িত্ব তুলে দেব৷’’

আরও পড়ুন: পরীক্ষায় শূন্য পেয়েও কীভাবে ৫৩, এসএসসিকে নয়া নির্দেশ বিচারপতির