১৮ টি ভস্মীভূত দোকান মালিকদের নিজের বেতন থেকে ক্ষতিপূরণ তৃণমূল বিধায়কের

0
23

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগুনে ভস্মীভূত দোকান মালিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজারহাট নিউটাউনের তৃণমূল (TMC) বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷ তাঁর বেতন থেকে বেশি ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার টাকা ও যাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম তাঁদের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ করেছেন৷

আরও পড়ুন: বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১৮ টি দোকান

- Advertisement -

সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে বিধ্বংসী আগুন লাগে৷ ভস্মীভূত হয়ে যায় ১৮ টি দোকান৷ ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা৷ খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজারহাট তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাব উদ্দিন৷ সেখানেই ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাহায্যের আশ্বাস দেয় স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷

আরও পড়ুন: পণের দাবিতে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন স্বামীর

উল্লেখ্য, স্থানীয় সূত্রে খবর, ভোর চারটে নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা৷ দেখা যায় একটি দোকানে আগুন লেগেছে৷ মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বেশ কয়েকটি দোকানে৷ খবর দেওয়া হয় দমকলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷

আরও পড়ুন: ওভারব্রিজে বিদ্যুতের কাজ চলাকালীন আহত কর্মী

দীর্ঘ চেষ্টার পর দমকলের চারটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ৷ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

আরও পড়ুন: বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

স্থানীয়দের দাবি, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়৷ পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন৷ তবে ততক্ষণ বাগজোলা খাল পাড়ে পরপর ১৮ টির বেশি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।