Punjab AAP : পাঞ্জাবে ভাঙছে আপ, ভাতিন্দার বিধায়ক যোগ দিল কংগ্রেসে

0
59

খাস খবর ডেস্ক : পাঞ্জাবের আম আদমি পার্টিকে ধাক্কা দিয়ে, বুধবার আপের ভাতিন্দা গ্রামীণ কেন্দ্রের বিধায়ক রুপিন্দর কৌর রুবি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। রুবি বলেছেন যে গত ৫০ দিনে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির নেতৃত্বে কংগ্রেস সরকারের দুর্দান্ত পারফরম্যান্স দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সরকারের চেয়ে অনেক ভাল, যা তাকে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে প্ররোচিত করেছে।

আরও পড়ুন : Madrassas Shut Down: ‘হিন্দুদের দেশ ভারত, বন্ধ হওয়া উচিত সমস্ত মাদ্রাসা’, অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় দেশ

- Advertisement -

“আমি কংগ্রেসে যোগ দিতে পেরে আনন্দিত কারণ এটি প্রকৃত অর্থে ‘আম আদমি’-এর দল, আপের আহ্বায়ক কেজরিওয়ালের দাবির বিপরীতে বলেছেন এই বিধায়ক। রুবির যোগদানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী চান্নি, কংগ্রেস দলের পাঞ্জাব বিষয়ক ভারপ্রাপ্ত ইনচার্জ হরিশ চৌধুরী এবং রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু।

আরও পড়ুন : Samajwadi Perfume : “সমাজবাদী সুগন্ধি তাদের গায়ের থেকে দুর্নীতির গন্ধ দূর করতে পারবেনা” কটাক্ষ বিজেপির

মঙ্গলবার রাতে রুবি তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা করেছিলেন। আপ বিধায়কের কংগ্রেসে যোগ প্রসঙ্গে চান্নি বলেন, এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। রুবি তার সরকারের গণমুখী নীতিতে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন : Goa Election : “কেজরিওয়াল মন্দিরে যাওয়া শুরু করলে, বোঝা যায় নির্বাচন এগিয়ে আসছে” কটাক্ষ বিজেপির

“আমি আপকে নিন্দা করার সাহসী পদক্ষেপের জন্য তার প্রশংসা করি যা ‘আম আদমি’-এর দল বলে দাবি করে সাধারণ মানুষের অনুভূতিকে শোষণ করছে। পাঞ্জাবের জনগণ আসলে এখন বুঝতে পেরেছে যে কংগ্রেসই রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে যুক্ত এবং তাদের সমস্যাগুলির প্রতি সংবেদনশীল।” বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বিরোধী দলের নেতা হরপাল সিং চিমা (আপ) বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় মনোনয়ন পাওয়ার সুযোগ না থাকায় রুবি দল পরিবর্তন করেছেন।