Goa Election : “কেজরিওয়াল মন্দিরে যাওয়া শুরু করলে, বোঝা যায় নির্বাচন এগিয়ে আসছে” কটাক্ষ বিজেপির

0
50

খাস খবর ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অযোধ্যা রাম লালার মতো মন্দিরগুলিতে সাম্প্রতিক সফরে কটাক্ষ করে, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি আজ বলেছেন যে আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক নির্বাচনের আগে তীর্থযাত্রা করেন৷তিনি বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের আগে মন্দিরে যান। উনি মন্দিরে গেলে বোঝা যায় নির্বাচন আসছে”।

আরও পড়ুন : Tripura Civic Polls : বাংলার ছায়া ত্রিপুরায়, পুরভোটে ৩৩ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বিজেপির

- Advertisement -

সিটি রবি, যিনি গোয়ার বিজেপির ইনচার্জ, তিনি আরও বলেছেন যে বিজেপি গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক বিজয় অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী।জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সম্পাদক বিএল সন্তোষ এবং সিটি রবি বুধবার গোয়া সফর করেছেন এবং বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে দেখা করেছেন। গোয়া বিধানসভায় মোট আসন ৪০টি। ২০১৭ সালের গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হয়েও সরকার গঠন করতে পারেনি। ২০২২ সালের শুরুর দিকেই বিধানসভা নির্বাচন হওয়ার এই উপকূলীয় রাজ্যে। 

আরও পড়ুন : BJP’s internal quarrel: শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কার, সুরজিত কাণ্ডে ক্রমেই বেআব্রু বিজেপির অন্দরের কোন্দল

সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল, গোয়া সফরে গিয়ে, বলেছিলেন প্রত্যেক নাগরিককে ক্ষমতায় আসলে অযোধ্যায় রাম মন্দির দর্শনের ব্যবস্থা করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ক্ষুদ্র উপকূলীয় রাজ্যে লড়াই করার জন্যে একের পর কুশীলবরা সমবেত হচ্ছেন ক্রমশ। রাজনৈতিক মহলের মতে, যতো বিরোধী ভোট ভাগ হবে ততোই লাভ হবে শাসক বিজেপির।