Cyclone: শীতের পথে ফের বাধা, ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

0
174

খাস খবর ডেস্ক: একের পর এক নিম্নচাপের জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। নিম্নচাপের জেরে এবছর বৃষ্টির দাপট একটু বেশি ছিল। বেশ কয়েকটি রাজ্যে বন্যাও দেখা দিয়েছিল। পাশাপাশি শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টির প্রভাব কেটেছে। কিন্তু এখানেই শেষ নয়।

আরও পড়ুন-Arrest: ফের সাফল্য, উদ্ধার তাজা কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে চার কুখ্যাত দুষ্কৃতী

- Advertisement -

ফের নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। সোমবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এপ্রসঙ্গে আইএমডি জানিয়েছে, ২৯ নভেম্বরে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড় সিস্টেমে পরিণত হতে পারে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বরের দিকে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড় সিস্টেমে পরিণত হতে পারে। যা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমাঞ্চলকে প্রভাবিত করবে। পাশাপাশি বাংলাতেও প্রভাব পড়বে। একইসঙ্গে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন-Fraud case: ফের লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার চক্রের তিন মূলপাণ্ডা

জানা গিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে, ৩০ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এবং দক্ষিণ-পূর্ব সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপরে ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ সহ ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। যদিও এর আগের বছরে ডিসেম্বরে কোনও ঘূর্ণিঝড়ের দেখা মেলেনি। এমন টাই টুইট করে জানিয়েছে আইএমডি।