পূর্বাশা দাস: খুব কাছের এক প্রিয় মানুষের জন্য খোলা চিঠি লিখলেন আলিয়া ভাট। তবে আলিয়ার এই কাছের মানুষ রণবীর কাপুর নয়। দিদি শাহিন ভাট এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আলিয়া। মন ছুঁয়ে যাওয়া সেই চিঠিতে দিদিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
মহেশ ভাটের কন্যা লেখক শাহিন ভাটের জন্মদিনে আলিয়ার শুভেচ্ছা বার্তায় আবারও একবার প্রমাণিত হল মহেশ ভাটের পারিবারের বন্ধনের দৃঢ়তা। শাহিনের উদ্দেশ্যে আলিয়া লেখেন, “শুভ জন্মদিন সুইটি। আমার খুশির জায়গা। আমার নিরাপত্তার জায়গা। আমার মা। আমার প্রিয় বন্ধু। আমার সন্তান, সবকিছু। আমার জীবনে তোমার অস্তিত্ব কতটা তা অনুভব করানোর জন্য অভিধানে কোনও শব্দ আছে বলে আমি মনে করিনা। তোমার ভালোবাসা ছাড়া পৃথিবী এবং জীবন ভাবতে পারিনা আমি। তোমার জীবন সবসময় ভালোবাসা, আনন্দে ভরপুর থাকুক। যদি কোনও সময় আবহাওয়া খারাপ থাকে, সেই সময় ছাতা ধরার জন্য আমি পাশে থাকব।” পাশাপাশি আলিয়া শাহিনকে “লাভ ইউ মাই মেলন্” বলেও অভিহিত করেন।
আরও পড়ুন: Yashrat: মা কে ছেড়ে মাসির সঙ্গে উইকেন্ডে বাবাকে দেখছে ঈশান
শুধু আলিয়া নন, শাহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পূজা ভাট। আলিয়ার মতো শাহিনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পূজা ভাটও। পূজা শাহিনকে লেখার জন্য আরও উৎসাহিত করেছেন। আলিয়া, পূজার মতো সোনি রাজদানও শাহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভালবাসায় মোরা সেই শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।