Fraud case: ফের লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার চক্রের তিন মূলপাণ্ডা

0
59

লেকটাউন: রাজ্যে জুড়ে সক্রিয় প্রতারণা চক্র। আর এই প্রতারণা চক্রের জেরে সাধারণ মানুষের খোয়া যাচ্ছে লক্ষাধিক টাকা। ফের এমনই এক প্রতারণার ঘটনা সামনে এল। ওষুধ সংস্থার ফ্র্যাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ।

আরও পড়ুন-Arrest: ফের সাফল্য, উদ্ধার তাজা কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে চার কুখ্যাত দুষ্কৃতী

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, চলতি বছরের ১০ জুন লেকটাউনের বাসিন্দা রাহুল ভট্টাচার্য্য লেকটাউন থানায় অভিযোগ করেন যে, অনলাইনে একটি নামী সংস্থার ওষুধের দোকানে ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন। সেই সূত্র ধরে তার কাছ থেকে বেশকিছু নথি চাওয়া হয়। তিনি সেই নথি ধৃতদের দিলে তারপর তার থেকে টাকা চায় ফ্র্যাঞ্চাইজির জন্যে।

সেই পরিপ্রেক্ষিতে অভিযোগকারী একবার ৩৫ হাজার ১৬৪ টাকা এবং পরে চার লক্ষ ৯৯ হাজার টাকা অভিযুক্তদের একাউন্টে ট্রান্সফার করে। তবে তারপরেও ধৃতরা ফ্র্যাঞ্চাইজির জি এস টির জন্যে আরও টাকা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। ওই যুবকের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে সমস্ত টাকা দ্বীপ নারায়ণ সিংয়ের একাউন্টে ট্রান্সফার করা হয়। এরপরই দ্বীপ নারায়ণকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই চক্রের মূল তিন পাণ্ডার নাম। অবশেষে গতকাল রাতে হাওড়ায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। সেখান থেকে এই চক্রের মূল অভিযুক্ত মনু মিশ্র, সুনীল দাস এবং আফতাব আলমকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-Suicide: দেনার দায়ে আত্মঘাতী নাবালক, চাঞ্চল্য মুর্শিদাবাদে 

পুলিশ সূত্রের খবর, ধৃতরা অনলাইন প্লার্টফর্মে ওষুধ সংস্থার ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞাপন পোস্ট করতো। সেখান থেকে যারা যোগাযোগ করতো তাদের মধ্যে থেকে টার্গেট বেছে নিতো ধৃতরা। এরপরই বিভিন্ন বাহানায় তাদের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করতো তারা। আজ ধৃতরা বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্র কোন কোন জায়গায় বিস্তৃত বা এদের সঙ্গে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।