Vijay Mallya: মাথায় ঋণের বোঝা, বিদেশে একের পর এক সম্পত্তি ক্রয় বিজয় মাল্যর, সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

২০১৫ ও ২০১৬ সালে ইংল্যান্ড ও ফ্রান্সে সম্পত্তি কেনেন মাল্য

0
84
vijay mallya

খাসডেস্ক:  মাথায় কয়েকশো কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দেশ ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। নামের পাশে বসেছে ‘ঋণখেলাপির’ তকমা। এবার দেশ ছেড়ে ‘পলাতক’ শিল্পপতি বিজয় মাল্যের (Vijay Mallya) নামে এক চাঞ্চল্যকর অভিযোগ আনল সিবিআই (CBI)। মাল্যের সাধের কিংফিশার এয়ারলাইন্স (King Fisher Airlines) যখন ঋণের জালে জর্জরিত, যখন সংস্থার একের পর এক কর্মীকে বসিয়ে দেওয়া হচ্ছে, সে সময়েও ইংল্যান্ড (England) এবং ফ্রান্সে (France) ৩৩০ কোটি টাকার সম্পত্তি কিনেছেন এই শিল্পপতি। মাল্যর বিরুদ্ধে চলা একটি তদন্তে মুম্বইয়ের এক আদালতে সম্প্রতি অতিরিক্ত চার্জশিটে এই দাবি পেশ করেছে সিবিআই (CBI)। চার্জশিটে বলা হয়েছে ২০১৫ ও ২০১৬ সালের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্সে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সম্পত্তি কেনেন বিজয় মাল্য (Vijay Mallya)।

আরও পড়ুন :Weather update: সপ্তাহান্তে ফের বাড়বে ঝড়-বৃষ্টির দাপট, জানুন আবহাওয়ার পূর্বাভাস

- Advertisement -

মাল্যের বিরুদ্ধে অভিযোগ তিনি আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) থেকে ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ না চুকিয়েই দেশ ছেড়ে আশ্রয় নেন বিদেশে। এই ঘটনায় ওই ব্যাঙ্কের তৎকালীন জেনারেল ম্যানেজার বুদ্ধদেব দাশগুপ্তের নামও অতিরিক্ত চার্জশিটে রেখেছেন তদন্তকারীরা। বুদ্ধদেবের বিরুদ্ধে অভিযোগ এই যে, ২০০৯ সালে তিনি পদ এবং ক্ষমতার অপব্যবহার করে মাল্যকে অতিরিক্ত ১৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন। নিয়ম মোতাবেক ৭৫০ কোটি টাকার বেশি ঋণ পাওয়ার কথা ছিল না মাল্যর (Vijay Mallya)।

আরও পড়ুন :আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণ, পুলিশের এনকাউন্টারে আহত অভিযুক্ত

আরও পড়ুন :নির্বাচনের আগে মধ্যপ্রদেশে চাপে শাসক দল, কংগ্রেসে যোগ বিজেপি নেতার

মাল্যর (Vijay Mallya) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে সিবিআইয়ের (CBI) পাশাপাশি ইডিও (ED) তদন্ত করছে। ২০১৯ সালে জানুয়ারি মাসে মুম্বইয়ের একটি বিশেষ আদালত মাল্যকে ‘পলায়নকারী’ বলে ঘোষণা করে। আদালত কাউকে ‘পলায়নকারী’ বলে ঘোষণা করলে তদন্তকারী সংস্থা সেই ব্যক্তির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।