ভারতীয় ক্রিকেটের অভিশপ্ত ২৩

0
40

বিশ্বদীপ ব্যানার্জি: ভারতীয় ক্রিকেটে অভিশাপের সংখ্যা নেহাত কম নয়। কথাতেই আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। তবু এই লেখাটা লিখতে গিয়ে শিরোনামের জন্য আর কিছু মাথায় আসছে না। অভিশপ্ত ২৩! কিন্তু একটা ক্রিকেট সংক্রান্ত লেখার শুরুতে এমন ভুতুড়েমার্কা একটা উপমা কেন?

আরও পড়ুন: এই না হলে অধিনায়ক, সিরিজ হারের দায় সতীর্থদের ঘাড়ে চাপালেন রোহিত

- Advertisement -

জবাব দিতে হলে টাইম মেশিনে সেট করতেই হবে দুই বহুল চর্চিত তারিখ। ওহ্! তার আগে জানিয়ে রাখা দরকার, শারদীয়া শুকতারা ১৪১৪ -য় ভৌতিক সাহিত্যের জনপ্রিয় লেখক মানবেন্দ্র পালের একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল। “অভিশপ্ত ৩৭”। উপমাটা ওখান থেকেই অনুপ্রাণিত।

আসলে চলতি দশকের প্রথম দুই বছর করোনা নামের এক অভিশাপের সন্মুখীন হয়েছিল গোটা বিশ্ব। এরপর ২০২২ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্ব অর্থনীতিতে ধ্বস। একের পর এক অভিশাপ লেগেই আছে। কিন্তু ২৩ মার্চ, আজকের তারিখটিও যে এই সমস্ত অভিশাপের থেতে কম অভিশপ্ত নয়। সচিন-সৌরভ-রাহুলদের কাছে। শুধুমাত্র এ নিয়েই হয়তো একটা টানটান সাইকো-থ্রিলার লিখে ফেলা যায়।

সৌজন্যেঃ সেই তারিখদুটি। ভারতীয় ক্রিকেটের ‘ব্ল্যাক লেটার ডেজ’ বলার পরেও যাদের জন্য ফের বিশেষণ খুঁজতে ছুটতে হয়। ২৩ মার্চ, ২০০৩ এবং ২৩ মার্চ, ২০০৭— পুরোপুরি চারটি বছরের ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে বিশ্বকাপের মঞ্চে ভিন্ন দুই মহানায়কের দেখানো অভিন্ন এক স্বপ্নের অপমৃত্যুর সাক্ষী থেকেছিল ভারতীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সৌরভ চন্ডীদাস গঙ্গোপাধ্যায়। এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’র পোর্ট অব স্পেনে রাহুল শরদ দ্রাবিড়।

হ্যাঁ, পরিসংখ্যান অবশ্য সৌরভকে দ্রাবিড়ের চাইতে বেশ কয়েক কদম-ই এগিয়ে রাখবে। সেটাই স্বাভাবিক। একেবারে চরম আনকোরা সৈন্যবাহিনী নিয়েও বাংলার মহারাজ যেখানে কুরুক্ষেত্র প্রায় জিতেই নিয়েছিলেন, সেখানে তৈরী দল হাতে পাওয়া সত্ত্বেও গ্রুপ লিগের গণ্ডী-ও টপকাতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কিন্তু তাতে কী? ২৩ -এর এজলাসে যে দুজনের জন্যই সমান বিচার বরাদ্দ। দুজনেই সমান অভাগা। তাই তো, সমস্ত সীমারেখাই মুছে যায় পন্টিং-গিলক্রিস্ট-ম্যাকগ্রা সম্বলিত দুর্দমনীয় অজি ব্রিগেড আর জয়সূর্য-সাঙ্গাকারা-চামারা সিলভাদের শ্রীলঙ্কার মাঝে। ২৫৫ -র লক্ষ্যমাত্রাকেও মনে হয় ৩৬০ -এর মতই দুর্ভেদ্য। ফলতঃ আজ যথাক্রমে ২০ এবং ১৬ বছর পরও দিনটা অভিশাপের আরেক নাম। আরেকটা বিশ্বজয়-ও ভোলাতে পারবে কি?