নির্বাচনের আগে মধ্যপ্রদেশে চাপে শাসক দল, কংগ্রেসে যোগ বিজেপি নেতার

0
81
Yadvendra Singh Yadav

ভোপাল : মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকারকে ভেঙে নতুন সরকার গড়েছিল বিজেপি। বিজেপির বিধায়ক কেনা-বেচার রাজনীতি নতুন নয়। কিন্তু সরকার ভেঙে নতুন সরকার গড়লেও এবার চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। মধ্যপ্রদেশের অশোক নগরের বিজেপি নেতা এবং প্রাক্তন জেলা পঞ্চায়েত চেয়ারম্যান রাও যাদবেন্দ্র সিং যাদব যোগ দিয়েছেন কংগ্রেসে। তাই নিয়েই রাজনৈতিক মহলে হুলুস্থুল পড়ে গিয়েছে।

রাজ্যের রাজধানী ভোপালে সমর্থকদের সঙ্গে নিয়েই কংগ্রেসে যোগ দিয়েছেন ও যাদবেন্দ্র সিং যাদব। চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া বাহিনীতে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।  মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ দলের সিনিয়র নেতা এবং রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিংয়ের উপস্থিতিতে যাদবেন্দ্র যাদব এবং তাঁর সমর্থকদের দলে স্বাগত জানিয়েছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ বলেছেন, “এটি আনন্দের বিষয় যে যাদব কোনো প্রলোভন ও চাপ ছাড়াই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং মধ্যপ্রদেশের ভবিষ্যত সুরক্ষিত করেছেন।”

- Advertisement -

আরও পড়ুন: বাড়ছে করোনার দাপট, দোসর ইনফ্লুয়েঞ্জা, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বিশেষ পরামর্শ PM Modi-র

যাদবেন্দ্র সিং  যাদবের বাবা দেশরাজ যাদব অশোক নগর জেলার মুঙ্গাওলি আসন থেকে তিনবার বিধায়ক ছিলেন। যোগদানের পর যাদবেন্দ্র সিং যাদব দিগ্বিজয় সিং এবং তার ছেলে এবং প্রাক্তন মন্ত্রী জয়বর্ধন সিংয়ের  সঙ্গে দেখা করেন। যোগদান অনুষ্ঠানে প্রাক্তন ডেপুটি স্পিকার এবং বিধায়ক হিনা কানভরে, বিধায়ক গোপাল সিং চৌহান, চন্দ্রভাগা কিরাদে, বিশাল প্যাটেল, ভাল সিং মেধা এবং নরসিংহগড়ের প্রাক্তন বিধায়ক গিরিশ ভান্ডারি সহ সিনিয়র কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন।