স্বাধীনতার পর থেকে বেহাল রাস্তা, ভোট বয়কটের ডাক

0
18

নিজস্ব সংবাদদাতা, বাগদা: স্বাধীনতার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর৷ কিন্তু স্বাধীনতার পর থেকে বেহাল রাস্তার দশা। ক্ষমতার বদল হয়েছে বদল হয়নি রাস্তার চেহারা। বর্ষাকালে আরও বেশি করে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রায় এক কিলোমিটার এই রাস্তাটি। প্রত্যেকদিনই প্রায় নরকীয় যন্ত্রণায় ভুগতে হয় এই এলাকার মানুষের। বাগদা রানঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের রাস্তা।

আরও পড়ুন: Vijay Mallya: মাথায় ঋণের বোঝা, বিদেশে একের পর এক সম্পত্তি ক্রয় বিজয় মাল্যর, সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

বাসিন্দাদের অভিযোগ, প্রধানকে একাধিকবার জানানোর পরও কোনরকম সুরাহা হয়নি৷ বর্ষাকালে আরও বেহাল দশা হয় এই রাস্তার। ভোট এলেই প্রতিশ্রুতি মেলে কিন্তু বাস্তবে কাজ হয় না।

আরও পড়ুন: Weather update: সপ্তাহান্তে ফের বাড়বে ঝড়-বৃষ্টির দাপট, জানুন আবহাওয়ার পূর্বাভাস

সামনেই পঞ্চায়েত নির্বাচন তবে এখানকার বাসিন্দারা জানিয়েছে রাস্তা না হলে তারা ভোট দিতে যাবেন না। আগে রাস্তা পড়ে ভোট এমনই দাবি জানিয়েছেন তাঁরা। রাস্তা নিয়ে এর আগে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু তারও কোন ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor