UP Election 2022: উত্তরপ্রদেশে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় যোগী-কেশব

0
36

উত্তরপ্রদেশ: আগামী মাসেই উত্তরপ্রদেশে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। শনিবার নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।

এদিন এক সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের বিজেপি ইনচার্জ ধরমেন্দ্র প্রধান জানান, প্রথম দফার ভোটে ৫৮ টির মধ্যে ৫৭ টি আসনের প্রার্থী এবং দ্বিতীয় দফায় ৫৫ টি আসনের মধ্যে ৪৮ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

শুরু থেকেই সকলের নজর ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের উপর। এই বারের নির্বাচনে তাঁকে গোরক্ষপুর থেকে প্রার্থী করল গেরুয়া শিবির। এছাড়া, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রার্থী হচ্ছেন সিরাথু থেকে।

যোগী আদিত্যনাথ কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। এরপর উত্তরপ্রদেশের বিজেপি সরকার একটি বৈঠকে বসে। ওই বৈঠকে অযোধ্যা থেকে প্রার্থী হিসেবে যোগীর নাম উঠে আসে। অনেকেই মনে করেছিলেন, অযোধ্যার রাম মন্দিরকে হাতিয়ার করেই ক্ষমতা দখলে রাখতে চায় বিজেপি। সেই পরিকল্পনা মতই মুখ্যমন্ত্রীকে অযোধ্যা থেকে প্রার্থী করা হবে। একই বৈঠকে গোরক্ষপুরের নামও উঠে আসে। শনিবার সকল জল্পনার অবসান ঘটল।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৭ দফায় নির্বাচন হবে। আগামী ১০ ফেব্রুয়ারি হবে প্রথম দফার নির্বাচন