নয়াদিল্লি: ভারতে যেকোনো উপায়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়াই পাকিস্তানের এক মাত্র লক্ষ্য। যদিও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশে অনেকটাই বাধা পেয়েছে ইমরান খানের দেশ। তবে হাল ছাড়েনি। শীত পেরিয়ে গরমের শুরুতেই পাক জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সুযোগের জন্যি অপেক্ষারত রয়েছে শতাধিক পাক জঙ্গি। সেনাদিবসে এই বলেই ভারতীয় সেনাকে সতর্ক করেছেন দেশের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
সেনাপ্রধান জানিয়েছে কাশ্মীরে এলওসি-তে, পরিস্থিতি গত বছরের তুলনায় ভাল। তবে পাকিস্তান এখনও সীমান্তের কাছে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে বলেই অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান। বলেছেন, “প্রায় ৩০০ থেকে ৪০০ জন সন্ত্রাসবাদী ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। জম্মু ও কাশ্মীরে পাল্টা অভিযানে মোট ১৪৪ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।” সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান সর্বদাই চালিয়ে যায় ভারতীয় সেনা। এর জন্য বিভিন্ন মহলে প্রসংশিত হয় দেশের সুরক্ষাবাহিনী। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে বিএসএফ-ও কড়া পাহারা দিয়ে চলছে সীমান্তে।
আরও পড়ুন- UP Election 2022: উত্তরপ্রদেশে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় যোগী-কেশব
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই সন্ত্রাস দমনে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। বছরের প্রথম দিন থেকেই কাশ্মীরে খতম করে চলছে সন্ত্রাসবাদীদের। সেনা সূত্রের খবর অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১৫ জনের মোট জঙ্গিকে খতম করেছে ভারতীয় সুরক্ষা বাহিনী। সাফল্যরে ধারা এখন অব্যহত রয়েছে। ভারতীয় সেনা সীমান্তে পাকিস্তানকে উচিত জবাব দিচ্ছে। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বারবার সতর্ক করলেও কাজের কাজ কিছুই হয় না। সন্ত্রাসবাদে মদত দেওয়া জন্য এমনিতেই ধূসর তালিকায় রয়েছে। তারপরেও ইমরান খানের দেস শোধরানোর নয়।