এপ্রিলে কদিন বন্ধ ব্যাঙ্ক, কোন দিন মিলবে পরিষেবা, জেনে নিন ছুটির তালিকা 

0
47

খাসখবর ডেস্ক: দেখতে দেখতে নতুন বছরের তিন তিনটে মাস শেষ হয়ে গেল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পর এবার এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে। তবে এই কয়দিন ব্যাঙ্ক ছুটি থাকবে? জেনে নিন ছুটির তালিকা লিস্ট।

যদিও এখন ব্যাঙ্কের অনেক কাজই ডিজিটাল উপায় সম্পন্ন হয়ে যায়। তবে অনেকেই ডিজিটাল পথ এড়িয়ে ব্যাঙ্কে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু দরকারি কাজ ব্যাঙ্কে গিয়ে করতে হয়। সেই কারণেই আগেভাগে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিয়ে আপনি খুব সহজেই নিজেদের দরকারি কাজ গুলি মিটিয়ে নিতে পারবেন।

- Advertisement -

আরও পড়ুন-কেন্দ্রীয় সরকারের Group-C পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত

জানা গিয়েছে, নতুন আর্থিক বছরের প্রথম মাসেই ৩০ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। তার মধ্যে সাপ্তাহিক ছুটিও রয়েছে। আজ ৩ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি৷ এরপর আগামীকাল ৪ এপ্রিল সোমবার সরহুল উপলক্ষে রাঁচি জোনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৫ এপ্রিল মঙ্গলবার বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী উপলক্ষে হায়দরাবাদ জোনের ব্যাঙ্কে কাজকর্ম হবে না। তাছাড়াও ৯ এপ্রিল শনিবার মাসের দ্বিতীয় শনিবারের ছুটি ও ১০ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন-আজ ফের বাড়ল Petrol-Diesel-র দাম, জেনে নিন আজ কলকাতায় কত…

এছাড়াও ১৪ এপ্রিল বৃহস্পতিবার ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী ও নববর্ষ উপলক্ষে শিলং আর সিমলা ছাড়া অন্য সব অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৫ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি। এছাড়াও ২১, ২৩, ২৪, ২৯ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক।