আজ ফের বাড়ল Petrol-Diesel-র দাম, জেনে নিন আজ কলকাতায় কত…

0
21
petrol diesel

খাস ডেস্ক: দীর্ঘদিন ধরে অপরিবর্তিত ছিল Petrol-Diesel-র দাম। কিন্তু পাঁচ রাজ্যের ভোট মিটতেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে একলাফে বেড়েছে Petrol-Diesel-র দাম। আর সেই দাম আজও ঊর্ধ্বমুখী। অর্থাৎ টানা ১৩ দিনে ১১ বার বাড়ল Petrol-Diesel-র দাম। যদিও দাম ঊর্ধ্বমুখী হওয়ার ফলে লাগাতার বিক্ষোভ চলছে রাজ্যসভা ও বিধানসভায়।

এদিনও দিল্লি, কলকাতা সহ একাধিক শহরে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। জেনে নিন কত টাকা বাড়ল আজকে… এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেষ বিজ্ঞপ্তিতে Petrol-Diesel-র দাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম গতকালের তুলনায় বাড়ল ৮০ পয়সা। এত দিনে মোট ৮ টাকা বাড়ল দাম।

- Advertisement -

আরও পড়ুন-Market price: সামান্য কমেছে মাছের দাম, নিম্নমুখী শাক-সবজি, জেনে নিন…

কলকাতায় এদিন Petrol-র দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ১১৩.০৩ টাকা। পাশাপাশি Diesel-র দাম বেড়ে হয়েছে ৯৭.৮২ টাকা। মূলত আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওপরেই নির্ভর করে Petrol-Diesel-র দাম। অর্থাৎ কাঁচা তেলের দাম বাড়লেই বাড়বে Petrol-Diesel-র দাম।

উল্লেখ্য, গত বছর জুলাই এর পর থেকেই পেট্রোল-ডিজেলের দাম লাগামহীন ভাবে বেড়ে চলছিল। রীতিমত ১০০ এর গণ্ডি পার করেছিল পেট্রোল-ডিজেলের দাম। তবে এবছর নির্বাচনের আগেই এই দাম প্রত্যাহার করেছিল সরকার। কিন্তু পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের একলাফে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।