কেন্দ্রীয় সরকারের Group-C পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত

0
37

খাস ডেস্ক: মহামারী কাটিয়ে নতুন করে স্বাভাবিক হচ্ছে গোটা বিশ্ব। তবে মহামারীতে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য একের পর এক নিয়োগের তালিকা প্রকাশ হচ্ছে। গোটা দেশের চাকরিপ্রার্থীদের জন্য এল বিরাট সুখবর। এবার কেন্দ্র সরকার Group-C পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যদিও অতিমারি পরিস্থিতিতেও কর্মসংস্থান থেমে নেই। ইতিমধ্যেই আশা কর্মীর পাশাপাশি রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসঅ্যাবিলিটিস। এবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

- Advertisement -

আরও পড়ুন-আজ ফের বাড়ল Petrol-Diesel-র দাম, জেনে নিন আজ কলকাতায় কত…

জানা গিয়েছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলেই মিলবে এই চাকরি। এছাড়াও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।