ভারতীয়দের সুরক্ষা নিয়ে প্রশ্ন, দূতাবাসের সাহায্য হতাশাজনক

ছাত্রছাত্রীরা নিজের দায়িত্বে, নিজের পয়সা খরচ করে পোল্যান্ড, রোমানিয়া কিংবা হাঙ্গেরির সীমান্তের দিকে যাচ্ছেন।

0
17
Ukraine War

সুমনা কাঞ্জিলাল:  কিয়েভ কিংবা খারকিভ থেকে ট্রেনে কিংবা বাসে করে ভারতীয়দের হাঙ্গেরি, রোমানিয়া সীমান্তে যাওয়ার কথা বলা হলেও, কোনওটিই সময় মতো চলছে না। এর ওপরে সেখানে ইউক্রেনের বাসিন্দারাও দেশ ছাড়ছেন। ফলে ট্রেন ও বাসে চড়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও ভারতীয় দূতাবাসের তরফে কিয়েভ ছাড়ার কথা বলা হলেও, কোনও সাহায্যই করা হচ্ছে না বলে একের পর এক ছাত্রছাত্রী সোশ্যাল মিডিয়ার ক্ষোভ উগরে দিয়েছেন।

ছাত্রছাত্রীরা নিজের দায়িত্বে, নিজের পয়সা খরচ করে পোল্যান্ড, রোমানিয়া কিংবা হাঙ্গেরির সীমান্তের দিকে যাচ্ছেন। এব্যাপারে অবশ্য ভারতীয় দূতাবাসের তরফে সাফাই দিয়ে বলা হচ্ছে, তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। এদিন সকালে ইউক্রেনে রাশিয়ার গোলায় ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মৃত্যু দেশের মানুষের কাছে উদ্বেগের বলে মনে করছেন প্রাক্তন সেনাকর্তা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেন সীমান্তে সে দেশের সেনার হেনস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে খারকিভ-সহ বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয়দের ইউক্রেনের বাইরে যাওয়ার জন্য নিরাপদ পথ দেওয়ার বার্তা দেওয়া কথা বলা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- Russia-Ukraine War: তবে কি যুদ্ধের ইতি, রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় বার বসতে চলেছে আলোচনায়

বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙলা পৃথক ভাবে রুশ এবং ইউক্রেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে এই বার্তা দেন। যদিও কূটনৈতিক মহল বলছেন রাষ্ট্রসংঘে ভারত কেন ইউক্রেনকে সমর্থন করেনি, তার জন্য ভারতীয় ছাত্রদের হেনস্থা করা হয়।  ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে রুশ সেনা। মরণপণ লড়াই করছেন ইউক্রেন ফৌজও। এই পরিস্থিতিতে সেখানে আটক ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নরেন্দ্র মোদী সরকার।