দিল্লিতে নেমে অসুস্থ কেষ্ট, হুইল চেয়ারে বসিয়ে আনা হল বিমানবন্দরের বাইরে

0
79
anubrata at delhi

কলকাতা: দিল্লি পৌঁছে অসুস্থ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। । আজ অর্থাৎ মঙ্গলবার আসানসোল থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দেন অনুব্রত। দিল্লি বিমানবন্দরে বিমানটি পৌঁছয় রাত ৮টা ৫৪ মিনিটে। সূত্রের খবর দিল্লিতে নামামাত্র শ্বাসকষ্ট শুরু হয় কেষ্টর। বিমানেই আচমকা অসুস্থ বোধ করেন তৃণমূল নেতা। প্রথমে বিমান থেকে হেঁটেই নামেন কেষ্ট। কিন্তু আচমকা হাঁপানি শুরু হয় তাঁর। এর পর দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে বার করে নিয়ে যাওয়া হয়।জানা গিয়েছে এখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হতে পারে ইডির সদর দফতরে।

আরও পড়ুন :তালাবন্দি করে ঘরে আগুন লাগাল দুষ্কৃতীরা, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

- Advertisement -

মঙ্গলবার সকালে পুলিশি প্রহরায় আসানসোল জেল থেকে বের করা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে। এর পর তাঁকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বিকেলের দিকে অনুব্রতকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। সেখানে তিনি জানান, তাঁর শরীর খারাপ লাগছে। শ্বাসকষ্টের সমস্যার কথাও জানান তিনি। বেশ কয়েক বার ইনহেলার নিতেও দেখা যায় তাঁকে।

আরও পড়ুন :গরু চোর, রাজধানীতে পা রেখেও একই স্লোগান শুনলেন তৃণমূলের ‘সম্পদ’

প্রসঙ্গত আজ অর্থাৎ মঙ্গলবার আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসার সময়ে শক্তিগড়ে প্রাতঃরাশের জন্য থামানো হয় পুলিশের গাড়ি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই বীরভূমের এই বেতাজ বাদশাহকে শক্তিগড়ে আনা হয়। এমনকি সংবাদমাধ্যমদের থেকেও দূরে রাখা হয় অনুব্রতকে। কিন্তু এর মধ্যেও শক্তিগড়ে তিন রহস্যময় ব্যক্তি আসেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে।বীরভূম থেকে সোজা গাড়ি নিয়ে ওই তিন ব্যক্তি কেষ্টর(Anubrata Mondal) সঙ্গে দেখা করতে হাজির হন। পূর্ব বর্ধমানের আরটিও অফিস থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি গাড়ির নম্বর WB41H0007 । এবার এই গাড়ির সম্পর্কে আরও তথ্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ওই গাড়িটি আদতে মলয় পিটের নামে রেজিস্ট্রেশন প্রাপ্ত। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকেও তলব করে ইডি ও সিবিআই। এবার এই গাড়িতে তিন ব্যাক্তির অনুব্রতর সঙ্গে দেখা করতে আসার কারণ কি হতে পারে? তা নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা।