টিকাকরণের জন্য নাবালিকা মেয়েকে আমেরিকায় পাঠাতে চায় বাবা-মা, হাইকোর্টে পিটিশন

১৮-র নীচে বয়সীদের টিকাকরণ এখনও শুরু হয়নি ভারতে৷ এদিকে বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি সেরে ফেলার পরামর্শ দিয়েছে সরকারকে৷

0
37

মুম্বই: ১৮-র নীচে বয়সীদের টিকাকরণ এখনও শুরু হয়নি ভারতে৷ এদিকে বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউয়ের (3rd Wave) জন্য প্রস্তুতি সেরে ফেলার পরামর্শ দিয়েছে সরকারকে৷ তাঁরা জানিয়েছেন, করোনার (Covid-19) তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি সংক্রমিত হবে শিশু ও কমবয়সীরা৷ এমন পরিস্থিতিতে মেয়েকে টিকা দিতে তাকে আমেরিকায় (USA) পাঠানোর আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টে (Bombay High Court) পিটিশন দায়ের করেছে বাবা-মা৷

মঙ্গলবার সেই পিটিশনের শুনানি হয় বিচারপতি এসএস শিন্ডে এবং বিচারপতি অভয় অহুজার ডিভিশন বেঞ্চে৷ এরপরই রাজ্যের মতামত জানতে চেয়ে নোটিশ পাঠায় আদালত৷ এক সপ্তাহের মধ্যে রাজ্যকে বক্তব্য জানাতে বলা হয়েছে৷ জানা গিয়েছে, একাদশ শ্রেণীর ছাত্রীর সৌম্যা ঠাক্কেরকে টিকাকরণের জন্য আমেরিকায় পাঠাতে চায় তার পরিবার৷ কিন্তু মেয়েটির বয়স ১৪-র কম৷ নিয়ম অনুযায়ী, ১৪ বছরের নীচে কেউ একা আকাশপথে ভ্রমণ করতে পারে না৷ তাই সৌম্যাকে তার বাবা-মায়ের সঙ্গেই যেতে হবে৷

- Advertisement -

কিন্তু গোল বেঁধেছে এখানেই৷ সৌম্যার দাদু-দিদা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ অসুস্থ থাকাকালীন তাঁদের দেখভাল করেন সৌম্যার বাবা-মা৷ পরে সকলেই সুস্থ হয়ে ওঠেন৷ কিন্তু সৌম্যার বাবা-মাকে এখনই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন সরকারি আধিকারিকরা৷ তাই চাইলেও তাঁরা মেয়ের সঙ্গে আমেরিকায় যেতে পারবেন না৷ অন্যদিকে গত ৩০ এপ্রিল জো বাইডেন প্রশাসন ভারতীয়দের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করেছে৷ যদিও অপ্রাপ্তবয়স্ক কোনও মার্কিন নাগরিক নন-সিটিজেনের সঙ্গে আমেরিকায় প্রবেশ করার ছাড়পত্র পেয়েছে৷

তাই সৌম্যার সঙ্গে কাউকে আমেরিকায় পাঠানোর আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার৷ পিটিশনে সংবিধানের ২১ নম্বর ধারার উল্লেখ করে বলা হয়েছে, চিকিৎসা পাওয়া সৌম্যার মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷ তাই কাউকে লিগ্যাল গার্ডিয়ান করে সৌম্যার সঙ্গে আমেরিকায় পাঠানো হোক৷ সেদেশে ১২ ঊর্ধ্ব সকলকেই টিকা দেওয়া হচ্ছে৷ দু’টি ডোজ নেওয়ার পর ২১ দিন বিশ্রামে থাকতে হচ্ছে৷ সৌম্যার বাবা-মা জানিয়েছেন, জুন মাসের মধ্যেই টিকাকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ তারপরই মেয়ে ভারতে ফিরে আসতে পারবে৷