অবিশ্বাস্য: মাত্র মাত্র ৮ মিনিটেই ব্যাটারি ফুল চার্জের প্রযুক্তি নিয়ে আসছে Xiaomi

0
42

খাস খবর ডেস্ক: স্মার্ট ফোনের দুনিয়ায় সবাইকে পিছনে ফেলে সবার আগে রয়েছে চিনা সংস্থা Xiaomi। প্রযুক্তি থেকে দাম সমস্ত ক্ষেত্রেই অনান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থার থেকে এগিয়ে রয়েছে শাওমি (Xiaomi)। গ্রাহকদের চমক দিতে সর্বদাই কিছু না কিছু নতুনত্ব আনে এই সংস্থা। সময় বাঁচানোর যুগে এবার এমনই এক প্রযুক্তি আনল শাওমি (Xiaomi) । কথাও যাওয়ার তাড়া কিন্তু ফোনে নেই চার্জ অল্প সময়ে কিভাবে দরকারি ফোনে চার্জ দেবেন সেই ভেবেই খারপ হয় মাথা। সেই মাথা ব্যথা দূর করবে শাওমির নতুন স্মার্টফোন। মাত্র ৮ মিনিটে ব্যাটারি হবে ফুল চার্জ।

জানা গিয়েছে মাত্র ৮ মিনিটে ২০০ ওয়াটের এই ফাস্ট চার্জিংয়ে ৪০০০ mAh ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। মাত্র তিন মিনিটে ফোনে ০০ ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। ব্যস্ত মানুষদের কাছে এই ফোন হবে হাতে চাঁদ পাওয়ার মত। অনান্য ফোনের মত চার্জে লাগিয়ে এবার অপেক্ষা করার দিন শেষ করতে চলছে মোবাইল প্রস্তুতকারী চিনা এই সংস্থা। তবে সংস্থার পক্ষ থেকে এটা জানানো হয়নি যে অতি দ্রুত নতুন চার্জিং প্রযুক্তির স্বাদ শাওমি (Xiaomi)-এর কোন মডেলে লঞ্চ করা হবে। সংস্থাটি একটি নতুন 120W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তিও চালু করেছে যা ১৫ মিনিটের মধ্যে ৪০০০ mAh ব্যাটারি পুরোপুরি চার্জ করতে পারে। এই প্রযুক্তিটি ব্র্যান্ডগুলির 80W ওয়্যারলেস দ্রুত চার্জিং প্রযুক্তি সফল করেছে, যা এখনও শাওমির দ্রুততম ওয়্যারলেস চার্জিং গতি রয়েছে।

- Advertisement -

শাওমি টুইটারে নতুন দুটি চার্জিং প্রযুক্তিই ঘোষণা করেছে। একটি ভিডিওতে ৪,০০০ mAh ব্যাটারি সহ একটি স্মার্টফোন নতুন গতির সাথে চার্জ দেয় তা দেখানো একটি ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যাবে যে কোনও ফোন ১০ শতাংশ চার্জিং হতে কেবল ৪৪ সেকেন্ড সময় নেয়। শাওমির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে Oppo and Realme। উভয়েই তাদের ফোনে একই ডার্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করে। বর্তমানে 125 ডাব্লু ‘ফ্ল্যাশ চার্জ’ বা ‘আল্ট্রাডার্ট’ প্রযুক্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে স্যামসাংয়ের শীর্ষে থাকা S21 আল্ট্রা ইউএসবি পাওয়ার ডেলিভারি 3.0 এর সাহায্যে 25W দ্রুত চার্জিং হয়। অন্যদিকে OnePlus-এর OnePlus 9 Pro-তে 65W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং রয়েছে।