Sonali Phogat মৃত্যুকাণ্ডের তদন্ত নিয়ে কি ভাবছে সরকার, জানালেন গোয়ার মুখ্যমন্ত্রী

0
34
Sonali Phogat

গোয়া: বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যুতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার হরিয়ানার বিজেপি নেত্রীর রহস্যমৃত্যুর তদন্ত নিয়ে কি ভাবছে গোয়া সরকার, তা জানালেন খোদ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

আরও পড়ুন: জনপ্রিয় পোশাকশিল্পী Kunal Rawal’র রাজকীয় মেহেন্দি অনুষ্ঠানে তারকাদের চাঁদের ঢল

- Advertisement -

গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘হরিয়ানার মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আর্জি জানিয়েছেন। সোনালি ফগাটের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি করেছেন এবং তিনি নিজেও এই ঘটনায় সিবিআই চাইছেন।’ তিনি আরও বলেন, ‘সিবিআই তদন্ত নিয়ে গোয়া সরকারের আপত্তি নিয়ে। প্রয়োজন হলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।’

আরও পড়ুন: ‘মনে করুন সেই ম্যাচের’, ভারতের বিরুদ্ধে নামার আগে Babar Azam -র অনুপ্রেরণামূলক বক্তব্য

গোয়ার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর প্রয়াত বিজেপি নেত্রীর পরিবার জানিয়েছেন, ‘আমার খুশি যে সিবিআই তদন্ত হবে। এখন আমাদের বিশ্বাস শীঘ্রই সুবিচার পাব।’ প্রসঙ্গত, গত শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সোনালির পরিবার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর আশ্বাস দিয়েছিলেন, গোয়া সরকারের সঙ্গে কথা বলে দ্রুত কোনও ব্যবস্থা করবেন এবং চিঠি দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের অনুরোধ করবেন।’