স্ত্রীয়ের শোয়ার ঘরে বন্ধুকে ঢুকিয়ে দিল স্বামী…

0
569

খাস খবর ডেস্ক: ২৩ বছরের দাম্পত্য জীবন৷ রয়েছে দম্পতির তিনটি সন্তানও৷ সবকিছু ঠিকঠাকই চলছিল৷ হঠাৎই মাঝবয়সী ব্যক্তির মাথায় চাপল অদ্ভূত যৌন ইচ্ছা৷

নিজের ৪২ বছরের স্ত্রী পরপুরুষের সঙ্গে সেক্স করলে তাকে দেখতে কেমন লাগবে? নিজের এই সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছিলেন এক সহকর্মীকে৷ খোদ বন্ধুর কাছ থেকে বন্ধুর স্ত্রীকে ‘ভোগ’ করার এমন ‘রসাল’ প্রস্তাব লুফে নিয়েছিল অপর বন্ধুটি৷

- Advertisement -

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সেই রাতে স্ত্রীয়ের জন্য মদের বোতল নিয়ে বাড়ি ফিরেছিলেন স্বামী৷ স্ত্রীকে কিছুটা জোর করেই অতিরিক্ত মদ্যপান করিয়ে বেহুঁশ করে দিয়েছিলেন তিনি৷ এরপরই স্ত্রীয়ের শোয়ার ঘরে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের সহকর্মীকে৷

আদালতকে ওই নির্যাতিতা মহিলা জানিয়েছেন, কিছুটা বেহুঁশ হয়ে গিয়েছিলাম৷ বন্ধ ঘরে স্বামী ছাড়া কে আর গায়ে উঠবে? কিন্তু চোখ খুলতেই দেখি আমার শরীরের ওপর অন্য একটা লোক! মুহূর্তে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিই৷

ঘটনা সিঙ্গাপুরের৷ স্বামীর ঘৃণ্য মানসিকতার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলা৷ শুনানি শেষে সিঙ্গাপুর হাইকোর্ট ওই মহিলার স্বামীকে তিন বছরের কারাদন্ডে দন্ডিত করেছে৷ একই সঙ্গে অভিযুক্তের বন্ধুকেও দোষী সাব্যস্ত করেছে আদালত৷ এজলাসে দাঁড়িয়ে ওই মহিলা বলেন, ‘‘এতদিন সংসার করার পরও বুঝতে পারিনি যে স্বামীর মানসিকতা এতটা ঘৃণ্য হতে পারে৷’’

সিঙ্গাপুরের দম্পতির এহেন ঘটনা সামনে আসতেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ সব মহলই দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে৷ যদিও আসামীপক্ষের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল নিজের ভুল বুঝতে পেরেছেন৷ নিজমুখে তিনি দোষ কবুলও করেছেন৷ তাই কমানো হয়েছে সাজা৷

আরও পড়ুন: Election Commission: রাজ্যের মতেই সায় কমিশনের, পিছিয়ে যাচ্ছে পুরভোট