মধ্য রাতে ভূমিকম্প, আতঙ্কে ঘুম উড়ল রাজস্থানের মানুষের

0
86
Indonesia

খাস ডেস্ক: তুরস্কের স্মৃতি এখনও টাটকা। মধ্যরাতেই ভয়াবহে ভুমিকম্প আঘাত হানার জেরে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই আতঙ্কই ফিরল রাজস্থানে। মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মরুরাজ্য। মধ্যরাতে থরথর করে বাড়ি কেঁপে উঠতেই ঘুম উড়েছে স্থানীয় মানুষদের।

  রবিবার রাত ২.১৬ নাগাদ রাজস্থানের বিকানেরে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিকানের থেকে ৫১৬  কিলোমিটার পশ্চিমে এবং এটি ৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

- Advertisement -

আরও পড়ুন: Weather update: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 

উল্লেখ্য,  আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৬ মাত্রার একটি বড় ভূমিকম্পে পাকিস্তানে নয়জন নিহত হওয়ার মাত্র চার দিন পর কম্পন পশ্চিম ভারতে আঘাত হানে। বিগত কয়েক মাস ধরেই দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। এটাই ভূবিজ্ঞানীদের চিন্তা বাড়িয়ে দিয়েছে।  কম মাত্রার হলেও বারবার বিভিন্ন জায়গায় এই ভূকম্পনের ঘটনা যথেষ্ট চিন্তার বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।