বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশ পাড়ি, ছবি শেয়ার করলেন Roosha

0
1500

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরু দিকে সাতপাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। স্বামী অনুরণন রায়চৌধুরী’কে নিয়ে এখন ছোট্ট সংসার অভিনেত্রীর। আগেই জানিয়েছিলেন বিয়ের পর বিদেশে সংসার পাতবেন, স্বামী সেখানেই চাকুরিরত। দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবন’কে ‘বাই বাই’ করে নতুন পথচলা শুরু করেছিলেন রুশা। তাঁর এমন সিদ্ধান্তে ভক্তরা হতাশ হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই মানিয়ে নিয়েছেন তাঁরা। স্বামী সংসার, নতুন দেশ পেয়ে বেজায় খুশি অভিনেত্রীও। এদিন তাঁরই ঝলক মিলল সোশ্যাল মিডিয়ায়।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সুদূর আমেরিকাতে ছবি পোস্ট করলেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী। পরণে কালো জ্যাকেট, চোখে রোদ চশমা, এলোমেলো চুল ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল তাঁকে। সামনেই নীল জলাসায়, সূর্যের রোদ ঠিকরে পড়ছে। মুহূর্তেই অভিনেত্রীর পোস্টে লাইক, শেয়ার কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। কিন্তু কোথায় গেছেন তিনি? কমেন্ট করে ভক্তদের জানিয়ে দিয়েছেন রুশা নিজেই।

- Advertisement -

হ্যাঁ, কথামতো আমেরিকা পাড়ি দিয়েছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারিতে স্বামীর সঙ্গে যাওয়ার কথা ছিল, সেই কথা মতোই বিদেশে ঘর পেতেছেন নায়িকা। বিদেশ যাওয়ার পর এটাই তাঁর প্রথম পোস্ট। কাজের দিক থেকে টলিউডের বেশ চেনা মুখ রুশা চট্টোপাধ্যায়। তোমায় আমায় মিলে, শ্রীময়ী, ওগো বধূ সুন্দরী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। পার্শ্ব চরিত্রেও নজর কেড়েছেন একাধিকবার।