রাজ্যকে চাপে ফেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদী সরকার

0
40
money

খাস খবর ডেস্ক: একদিকে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল রাজ্য। ক্রমেই ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল শুক্রবার। যা রাজ্যের চাপ বাড়াল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আর্থিক ডামাডোলের মধ্যে দুয়ারে সরকার কর্মসূচিতে ২৫০ কোটি, জবাব দিলেন ফিরহাদ

- Advertisement -

এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি বৈঠক ছিল। এই বৈঠকে-ই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতদিন ৩৮ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পেয়ে আসছিলেন কর্মচারীরা। নতুন নিয়মে ৪২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পাবেন তাঁরা। বিষয়টি নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ জানাচ্ছেন, এই ডিএ বৃদ্ধির খাতে মোদী সরকারের তরফে ১২,৮১৫ কোটি টাকা ব্যয় করা হবে। এদিকে এই ডিএ বৃদ্ধিকে কেন্দ্রের মাস্টারস্ট্রোক বলছেন বিশেষজ্ঞরা। এই মাস্টারস্ট্রোক স্বভাবতই চাপে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। যারা সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বৃদ্ধির দাবিতে জর্জরিত।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দুইবার ডিএ বৃদ্ধি হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্র। প্রথম দফায় জানুয়ারি এবং দ্বিতীয় দফায় জুলাই মাসে ডিএ বৃদ্ধি করা হয়। আর প্রথম দফার ডিএ বৃদ্ধির ঘোষণা হয় মার্চ মাসেই। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা-ও মহার্ঘ্যভাতার সুবিধা পেয়ে থাকেন।