আর্থিক ডামাডোলের মধ্যে দুয়ারে সরকার কর্মসূচিতে ২৫০ কোটি, জবাব দিলেন ফিরহাদ

মাত্র ২০ দিনের এই কর্মসূচিতে খরচ ২৫০ কোটি, সূত্র

0
45
Firhad Hakim on duare sarkar

কলকাতা : ভোটের মুখে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। ১ লা এপ্রিল থেকে শুরু। শেষ হবে ২০ শে এপ্রিল। মাত্র ২০ দিনের এই কর্মসূচিতে খরচ হবে ২৫০ কোটি। সূত্র বলছে এমনটাই।  রাজ্যের অর্থনৈতিক ডামাডোলের মধ্যে কয়েকশো কোটি টাকা খরচ করে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে শোরগোল পড়ে গেছে। এর উত্তর দিলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন :Malda Water Tax: জলকরের নামে তোলা, না দিলেই জুটছে হুমকি, অভিযোগ

- Advertisement -

তিনি বলেছেন, “খরচ তেমন কিছু হয় না। কারণ বেশিরভাগ দিনই আমরা স্কুলে বা ছুটির দিনে যখন স্কুল বন্ধ থাকে বা ক্লাব অথবা কোনও সামাজিক প্রতিষ্ঠান যেখানে সকালে কোন কাজকর্ম থাকে না, সেই জায়গাগুলো বেছে নিয়ে কাজকর্ম করে থাকি। আর একটু টেবিল চেয়ার পেতে নিই। আমাদের আধিকারিকরা রয়েছেন সেই কাজের জন্য। খুব যে টাকা পয়সা খরচ হয় তা নয়। স্থানীয় ছেলেরাই যাবতীয় কাজকর্ম করে থাকে।”  পাশাপাশি ফিরহাদের দাবি, “আমাদের স্কিমগুলো নিয়ে বিরোধীরা বড়ই চিন্তিত এবং ভীত হয়ে রয়েছে। দুয়ারে সরকার হলে মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে যাবে বা গিয়েছে। সেটা নিয়েই চিন্তিত বিরোধীরা। এত অপপ্রচার সত্ত্বেও মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। অন্যদিকে বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। এটাই সমস্যা হচ্ছে।”

আরও পড়ুন :Water Crisis: গরম পড়তেই জলের জন্য হাহাকার, সমস্যা মেটাতে পাশে দাঁড়াল BSF

আরও পড়ুন :Shantanu Banerjee on SSC SCAM: দুর্নীতির শেখর কত দুরে, সত্যি জানার দিনক্ষণ জানিয়ে দিলেন শান্তনু

প্রসঙ্গত জানা গিয়েছে দুয়ারে সরকারে (Duare Sarkar) প্রথম দশদিন চলবে বিভিন্ন সমস্যার আবেদন গ্রহণ পর্ব এবং তার পরের দশদিন চলবে সমাধানের কাজ। ভোটের আগে হাতে সময় কম। তাই কোন সময় নষ্ট করতে চাইছে না রাজ্য সরকার। যে সব আবেদন জমা পড়বে বিভিন্ন ক্যাম্পগুলিতে, সেগুলি সেই দিনেই এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। এই কন্ট্রোল রুমগুলি থেকে প্রত্যেক উপভোক্তাকে ফোন করে জানানো হবে তাঁর পরিষেবা কখন পাওয়া বিষয়ে। যদি আবেদন বাতিল হয়ে যায়, তার কারণও জানানো হবে কন্ট্রোল রুম থেকে।