রোহিত শর্মার দোষেই টানা তিন ম্যাচে শূন্য সূর্যকুমারের, যুক্তি দিলেন পাকিস্তানের প্রাক্তনী

0
78

বিশ্বদীপ ব্যানার্জি: এই তো জীবন। কখনও রোদ্দুর তো কখনও ছায়া। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন সূর্যকুমার যাদব। পরপর অর্ধশতক-শতকের বন্যা। সেই তিনিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে নয়া নজির গড়ে ফেলেছেন। তিন ম্যাচের সিরিজের তিনটি ম্যাচেই প্রথম বলে আউট তিনি।

আরও পড়ুন: এই না হলে অধিনায়ক, সিরিজ হারের দায় সতীর্থদের ঘাড়ে চাপালেন রোহিত

- Advertisement -

ছিলেন আসমুদ্র হিমাচলের নয়নের মণি। আর এখন গোটা দেশের চোখে ভিলেন। তবে এই চূড়ান্ত কঠিন সময়েও ভারতীয় ক্রিকেটের মিঃ ৩৬০ ডিগ্রি পাশে পেয়ে গেলেন পাক প্রাক্তনীকে। পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া সূর্যের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়। তাঁর এ-ও দাবি, অধিনায়ক রোহিত শর্মার দোষেই এই দিন দেখতে হচ্ছে সূর্যকে।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ব্যাটারের পরপর তিনটি গোল্ডেন ডাক নিয়ে মুখ খুলেছেন কানেরিয়া। তিনি বলেন, “সূর্যকুমার পরপর তিন ম্যাচে গোল্ডেন ডাক। কিন্তু এটি তার দোষ নয়। আমি দোষ দেব অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টকে।” ব্যখ্যা দেন, “ব্যাটিং অর্ডারে সূর্যকে নিচের দিকে খেলিয়ে তার মনবল ভেঙে দেওয়া হয়েছে। বিরাট কোহলি এবং কে এল রাহুল ব্যাট করছিলেন, তারপর একটি উইকেট পড়লে অক্ষর প্যাটেলকে পাঠানো হয়েছিল। তারপর হার্দিক পাণ্ডিয়াকে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

প্রসঙ্গত, একই কথা বলতে শোনা যায় ধারাভাষ্যকারদের-ও। চেন্নাইয়ে ভারতীয় ইনিংস চলাকালে কে এল রাহুল আউট হতেই নামেন অক্ষর প্যাটেল। এরপর হার্দিক পাণ্ডিয়া। সে সময় সাজঘরে অপেক্ষারত সূর্যকুমার যাদবের চেহারাটা বন্দি করা হয় ক্যামেরায়। তখন ধারাভাষ্যকাররা-ও বলেন, রোহিত বড় ভুল করে ফেলেছেন। অক্ষরের আগে অবশ্যই সূর্যকে পাঠানো উচিত ছিল।