আজকের ময়দানের খাস খবর (২৪ মার্চ, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
50

পাকিস্তানেই হবে এশিয়া কাপ, তবে ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে

আসন্ন ২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু কোথায় হবে- এ নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংকট সমাধানের আভাস পাওয়া গেছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত এক প্রতিবেদন অনু্যায়ী আপাতত এই টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করা হবে বলে মনে করা হচ্ছে। এতে সম্মতি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে হতে পারে শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড ও ওমানে। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও পড়ুন: রোহিত শর্মার দোষেই টানা তিন ম্যাচে শূন্য সূর্যকুমারের, যুক্তি দিলেন পাকিস্তানের প্রাক্তনী

সুইস ওপেনে সহজে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, জয় শ্রীকান্তের

সুইস ওপেনে সহজ জয় দিয়েই শুরু করলেন পি ভি সিন্ধু। এই প্রতিযোগিতায় গত বারের চ্যাম্পিয়ন ২১-৯, ২১-১৬ হারিয়েছেন জেনজিরা স্ট্যাডেলম্যানকে। মাত্র ৩২ মিনিটে-ই খেলা শেষ করে দেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। মরসুমে এটাই প্রথম জয় সিন্ধুর। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়, মিঠুন মঞ্জুনাথেরা। ডাবলসে সাত্বিক-চিরাগ জুটিও প্রথম ম্যাচ জিতেছে।

৩০ দিনে দেড় কোটি ভক্ত বাড়ল রোনাল্ডোর, কমে গেল মেসি, এমবাপের

ইনস্টাগ্রামে ৩০ দিনের মধ্যে দেড় কোটি ভক্ত বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে এক মাসের মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে বেশি ভক্ত বেড়েছে সেলেনা গোমেজ়ের। আমেরিকার ৩৮ বছরের সঙ্গীতশিল্পীর ২ কোটির বেশি ভক্ত বেড়েছে। কিন্তু লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের ভক্তের সংখ্যা কমে গিয়েছে। ইনস্টাগ্রামে রোনাল্ডোর ভক্তের সংখ্যা ৫৬ কোটি ৪০ লক্ষের বেশি। মেসিদের সংখ্যা কমছে। এখন ইনস্টাগ্রামে মেসির ভক্তের সংখ্যা ৪৪ কোটি ৪০ লক্ষের বেশি। ৩০ দিনে কমে গিয়েছে ৫ লক্ষ ৭০ হাজার। প্যারিস সঁ জরমঁতে সময়টা খুব ভাল কাটছে না মেসির। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে তাঁর দল। শুধু মেসি নন, ভক্তের সংখ্যা কমেছে এমবাপেরও। ফরাসি তারকার ইনস্টাগ্রাম থেকে ২ লক্ষ ৫০ হাজার ভক্ত কমে গিয়েছে। এখন তাঁর ভক্তের সংখ্যা ১০ কোটি ১০ লক্ষের বেশি।

শুরু থেকে আইপিএল খেলতে পারবেন না সাকিব-লিটন

আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বৃহস্পতিবার। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩১ মার্চ। এরপর মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে চলে যাবেন। কিন্তু সাকিব আল হাসান ও লিটন দাসকে খেলতে হবে টেস্ট সিরিজ। যা শুরু হবে ৪ এপ্রিল থেকে।

মেসির গোলে জয় দিয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন শেষে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি-রদ্রিগো ডি পলরা। প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল বেশ সহজ র‍্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে থাকা পানামার বিপক্ষে। অনুমিত ছিল, ঘরের মাঠে এমন প্রতিপক্ষকে উড়িয়ে দেবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের প্রথম ৭৭ মিনিটে তার ছিটেফোঁটা-ও দেখাতে পারেনি আলবিসেলেস্তেরা।

স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে উদ্ভাসিত মেসি

স্রেফ একটি প্রীতি ম্যাচই ছিল। কিন্তু মাঠের খেলা আর লড়াই ছাপিয়ে পানামার বিপক্ষে ম্যাচটি রূপ নিল উৎসবে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহোৎসব। বুয়েনস আয়ার্সের এল মনুমেন্তালে ৮০ হাজারের বেশি দর্শক নাচ-গান-উল্লাসে উদযাপন করলেন স্মরণীয় সাফল্যকে। সেই আবেগের জোয়ার ছুঁয়ে গেল লিওনেল মেসি ও গোটা দলকে। ম্যাচের পর মেসি বললেন, এই দিনটির অপেক্ষায় ছিলেন তিনি।

রুনিকে টপকে কেইনের বড় রেকর্ড

কাতার বিশ্বকাপেই সুযোগ ছিল রেকর্ডটা নিজের করে নেয়ার। তবে হ্যারি কেইন শুধু রেকর্ডই মিস করেননি, তার উড়িয়ে মারা পেনাল্টিতে বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ইংল্যান্ড। এখনও ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচ হারের পেছনে অনেকেই দায়ী করেন কেইনের পেনাল্টি মিসকে। বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন মাস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে মাঠে নামে হ্যারি কেইনের ইংল্যান্ড দল। রেকর্ড গড়তে এই ম্যাচটাই বেছে নিয়েছেন কেইন। বিশ্বকাপের সেই আক্ষেপ ঘুচিয়ে অবশেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিলেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে ৮১ ম্যাচে ৫৪ গোল করলেন তিনি। ৫৩ গোল করতে রুনির লেগেছিল ১২০ ম্যাচ।

দশ জনের ইংল্যান্ডকেও রুখতে পারল না ইতালি

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। ম্যাচের শেষদিকে লুক শ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তাতেও অবশ্য হার এড়াতে পারেনি ইতালি। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতের ম্যাচে নিজেদের ঘরের মাঠ ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১-২ গোলে হেরেছে ইতালি। ইংলিশদের হয়ে জয়সূচক গোল দুটি করেন ডেকল্যান রাইস ও হ্যারি কেইন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে একটি গোল করেন মাতেও রেতেগি।

রোনাল্ডোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে লিখটেনস্টেইনের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল।

মেসি ৮০০! নতুন মাইল ফলকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, সামনে শুধু রোনাল্ডো

মাইল ফলকের থেকে এক ধাপ দূরে ছিলেন। শুক্রবার ভারতীয় সময় ভোর হতে না হতেই সেই মাইল ফলক স্পর্শ করে ফেললেন লিয়োনেল মেসি। ফুটবল জীবনে ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৮০০ গোল হয়ে গেল তাঁর। সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পরের বিশ্বকাপ জিততে বেশি সময় লাগবে না: মেসি

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা যেন বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। তাই উদযাপনটাও নেহাত কম হয়নি। তবে নিজেদের পরের বিশ্বকাপ জিততে এত অপেক্ষা করতে হবে না বলে বিশ্বাস মেসির।

গঙ্গাপাড়ের ভালবাসা পদ্মাপাড়ে

শাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স। এ বারের নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে দেড় কোটি টাকায় কেনে কেকেআর। বাংলাদেশের তারকা ক্রিকেটারের উপর ভরসা রাখছে নাইটরা। যদিও তাঁকে আইপিএলের শুরু থেকে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

হার্দিকের বদলে গুজরাটের ক্যাপ্টেন গিল?

আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশের বছরই সোনালি ট্রফিটি তুলে নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। গত বছর হার্দিকের গুজরাট পুরো মরসুম জুড়ে দুরন্ত পারফর্ম করেছিল। আইপিএলে প্রথম বার নেতৃত্ব দিয়ে অধিনায়ক হিসেবে হার্দিক বেশ সফল হয়েছিলেন। তারপরও তাঁর বিকল্প অধিনায়ক হিসেবে এক ভারতীয় ক্রিকেটারের কথা ভাবতে শুরু করে দিয়েছে গুজরাট। আইপিএলের গত বারের চ্যাম্পিয়ন দলে ছিলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও। হার্দিকের পর গুজরাটের ক্যাপ্টেন্সির দায়িত্ব যেতে পারে গিলের কাঁধেই। এখন থেকেই এমন ইঙ্গিত দিয়ে রাখলেন আইপিএলের টাইটানসের ডিরেক্টর বিক্রম শোলাঙ্কি।

ধোনির শিবিরে যোগ দিলেন বেন স্টোকস ও মঈন আলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির পর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সিএসকে প্রেমীদের জোড়া সুখবর একসঙ্গে এসেছে। এ বার চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবং অলরাউন্ডার মঈন আলি। সিএসকের টুইটারে তাঁদের দলে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে।

অ্যাথলেটিক্সে মেয়েদের ইভেন্টে ট্রান্সজেন্ডার নারীরা অংশ নিতে পারবেন না

বিশ্ব অ্যাথলেটিক্সে মেয়েদের ইভেন্টে রূপান্তরিত লিঙ্গের নারীদের (ট্রান্সজেন্ডার) অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাথলেটিক্সে কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান লর্ড কো বলেছেন, যে সব রূপান্তরিত নারীরা পুরুষের বৈশিষ্ট্য বহন করছেন তারা আগামী ৩১ শে মার্চ হতে শুরু হতে যাওয়া মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি পাবেন না।

ব্রাজিলের কোচ হিসেবে দারুণ মানিয়ে যাবেন আনচেলত্তি

ব্রাজিলের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভবিষ্যৎ কোচ হিসেবে তার নামই শোনা যাচ্ছে জোরেসোরে। এতে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলাররা। রিয়ালের কোচ হিসেবে তারা হারাতে চান না আনচেলত্তিকে। আবার জাতীয় দলের কোচ হিসেবেও তাকে পেতে চান। সেই দোটানার কথা বললেন ভিনিসিয়াস জুনিয়রও। তবে তরুণ এই তুর্কি এটিও জানিয়ে রাখলেন, ব্রাজিলের কোচের দায়িত্বে একদম মানানসই হতে পারেন আনচেলত্তি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মার্টিনেজের সেই উদযাপন ফিরল আরও একবার

মার্টিনেজের উদযাপন নিয়ে এত আলোচনা-সমালোচনা হয়েছে যে, ‘সেই উদযাপন’ বাক্যটি উচ্চারণ করলেই অনেকে পুরো বিষয়টি বুঝে যান। আপনিও কি বুঝতে পেরেছেন কোন প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে? না বুঝলেও সমস্যা নেই। বলা হচ্ছে কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের বিতর্কিত উদ্‌যাপন নিয়ে, যেখানে সেরা গোলরক্ষকের পুরস্কারটা কোমরের কাছে ধরে উদ্ভুত অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। সেটা আরও একবার ফিরল পানামার বিপক্ষে ম্যাচ শেষে।