করোনা জেরে বাতিল সিবিএস সি এর সমস্ত পরীক্ষা

0
99

নয়াদিল্লি: সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ছোবল পড়েছে। করোনা ভাইরাসের প্রভাব শিক্ষাকেন্দ্র থেকে শুরু করে ব্যবসা সবে তেই জাকিয়ে বসেছে। এবার করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হল সিবিএসই-বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।

বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা ছিলই। শেষ পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
ইতিমধ্যে ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরের সিবিএসই’ দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা বন্ধ রখারা সিদ্ধান্তের কথা বুধবার জানিয়ে দেওয়া হল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে।

- Advertisement -

শুধু স্কুল নয়, আইআইটি র পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে ৩১ মার্চের পর। সিবিএস সি বোর্ডের সমস্ত রকম পরীক্ষা পিছনোর মূল কারণ হল যাতে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখা সম্ভব হয়। বুধবার মনবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে সরকারি বিজ্ঞপ্তি জারি করেন।

তিনি জানান, ‘ পরীক্ষা গুরুত্বপূর্ণ হলেও করোনা মহামারি মধ্যে সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে না। কারণ ছাত্র ও শিক্ষকদের নিরপত্তার কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিবিএসই’র সব ধরনের পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরীক্ষার নতুন সূচি জানানো হবে।’

প্রসঙ্গত এর আগে করোনা ভাইরাসের সংক্রমন রুখতে সিবিএসসি বোর্ডের তরফ থেকে পরীক্ষা বাতিল করা না হলেও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল।

তবুও এতকিছুর পরেও পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহামারীর আকার ধারণ করা এই ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে ভারতে। এই মুহূর্তে ১৪৭জন এই ভাইরাসে আক্রান্ত। মারা গিয়েছেন ৩জন।