পাকিস্তানে প্রথম করোনার বলি ২, আক্রান্ত ৩০১

0
93

ইসলামাবাদ: পাকিস্তানে প্রথম করোনার বলি হল ২ জন৷ বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান ঝাগরা টুইট করে দেশে প্রথম করোনার মৃত্যু খবর জানান৷ এর ঘণ্টাখানেক পর ফের দ্বিতীয় টুইট করে দ্বিতীয় মৃত্যুর খবর দেন তিনি৷ প্রথম জনের মৃত্যু হয় মারদানে৷ দ্বিতীয় মৃত্যুর খবর আসে পেশোয়ারের হাসপাতাল থেকে৷

পাকিস্তানে এখনও অবধি ৩০১ জন করোনায় আক্রান্ত৷ চারটি প্রদেশের মধ্যে সিন্ধ প্রদেশের অবস্থা খারাপ৷ বুধবার অবধি এখানে ২০৮ জন আক্রান্ত হন৷ ওই দিনই করাচিতে ১৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়৷ পঞ্জাব প্রদেশে আক্রান্ত ৩৩ জন৷ এদের মধ্যে ২০ জন কোয়ারেন্টাইনে আছে৷ বাকিদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে৷

- Advertisement -

ইরান থেকেই পাকিস্তানে করোনা ছড়িয়ে পড়ে৷ প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে ৯৬০ কিমি সীমান্ত রয়েছে পাকিস্তানের৷ করোনা কবলিত ইরান থেকে কিছুদিন আগে তীর্থযাত্রীর দল পাকিস্তানে ফিরে আসে৷ সেখান থেকেই ছড়াতে শুরু করে করোনাভাইরাস৷ এরপরই ১৬ মার্চ বালোচিস্তান প্রদেশের তফতান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়৷ এই সীমান্ত দিয়েই ইরান যাতায়াত করেন পাকিস্তানিরা৷

ইরান থেকে পাক অধিকৃত কাশ্মীরে ফিরেছিলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি৷ তাঁর শরীরেই প্রথম করোনার জীবাণু মেলে৷ ধীরে ধীরে সেখান থেকে ছড়াতে থাকে করোনা ভাইরাস৷ তারপরেও শপিং মল, রেস্টুরেন্ট, হোটেল সবই খোলা পাকিস্তানে৷ পাক প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউরোপের দেশের মতো উন্নত তারা নন৷ ফলে সব বন্ধ করে দিলে এর মারাত্মক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে৷ এছাড়া তিনি আরও জানান, সর্দি, কাশি, জ্বর হলে হাসপাতালে আসার দরকার নেই৷ বাড়িতেই থাকার পরামর্শ দেন৷ ইমরানের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দেখাতে শুরু করেন পাকিস্তানীরা৷