পাঁচগুণ বেশি টাকা দিচ্ছে ATM মেশিন, খবর ছড়াতেই গ্রাহকদের ভিড়

0
73

খাস ডেস্ক: প্রয়োজনে এটিএম (ATM) থেকে মাত্র ৫০০ টাকা তুলতে গিয়েছিলেন গ্রাহক। কিন্তু শেষে গিয়ে হাতে এল পাঁচগুণ বেশি টাকা। একটি পাঁচশো টাকার বদলে এটিএম (ATM) থেকে বেরিয়ে এল পাঁচটা পাঁচশো টাকার নোট। একেবারে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় গ্রাহকের। এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলায়।

আরও পড়ুন: দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে কালীঘাটে স্কাইওয়াক তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

জানা গিয়েছে, ওই গ্রাহক প্রথমবারে একবারে আড়াই হাজার টাকা হাতে পেয়ে পুনরায় কার্ডের মাধ্যমে টাকা তোলার চেষ্টা করেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মুহূর্তের মধ্যে খবর জানাজানি হতেই টাকা তুলতে এটিএমের (ATM) বাইরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবরটি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এরপর ব্যাঙ্কের তরফে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। তারাই ঘটনাস্থলে গিয়ে এটিএম (ATM) বন্ধ করে দেয়। পুলিশ সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে এটিএমে এই সমস্যা দেখা যায়। এমনকি, এটিএম (ATM) ট্রেতে ভুল করে ১০০ টাকার জায়গায় ৫০০ টাকার নোট সাজানো ছিল। তাই ওই গ্রাহক যখন এটিএমে ৫০০ টাকা তুলতে আসে তখন ১০০ টাকার ৫ টি নোটের বদলে ৫০০ টাকার ৫ টি নোট দেওয়া হয়।