প্রধানমন্ত্রীর নাম করে ফোন, ব্যাঙ্ক থেকে উধাও লক্ষাধিক টাকা

0
55

বীরভূম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন৷ সেই কথা কারোর অজানা নয়৷ এবার সেটাকে হাতিয়ার করা হল৷ ফোন করে বলা হল প্রধানমন্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে৷ সেই ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যক্তি৷

ঘটনাস্থল বীরভূমের খয়রাশোলে৷ সেখানের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল৷ তাঁর কাছে বুধবার একটি ফোন আস৷ উজ্জ্বল বাবুকে ফোনের ওপার থেকে ব্যক্তিটি বলেন প্রধানমন্ত্রী ব্যাঙ্কে টাকা পাঠাবেন তাই অ্যাকাউন্ট নম্বর লাগবে৷ তিনি সঙ্গে ফোনের ওই ব্যক্তিকে তাঁর দুটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন৷

- Advertisement -

এরপর উজ্জ্বল বাবুর ফোনে ওটিপি আসে৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি তখন তাঁকে ওটিপিটি বলতে বলেন৷ উজ্জ্বল বাবু বিশ্বাস করে ওই ব্যক্তিকে ওটিপিটা দিয়ে দেন৷ এরপরই তাঁর ফোনে মেসেজ আসে দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে৷

ঘটনার পর তাঁর আর বুঝতে সময় লাগেনি পুরো বিষয়টা৷ উজ্জ্বল বাবুর কাছে পুরো জলের মতো পরিষ্কার হয়ে যায় যে প্রধানমন্ত্রীর নাম করে কেউ বা কারা তাঁর সমস্ত টাকা হাতিয়ে নিয়েছেন৷ এরপর উজ্জ্বল বাবু প্রথমে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ পরে সিউড়ি সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷