ভয়ঙ্কর: হঠাৎ ভেঙে পড়ল স্কুলের ছাদ, আহত ২৫ ছাত্র

কি কারণে ওই হরিয়ানার সোনিপাতের গন্নৌরে স্কুলের ছাদ হঠাত করে ভেঙে পড়েছে তা জানা যায়নি।

0
49

হরিয়ানা: করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমের পর দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে ভারতে। সেই ধাক্কা কিছুটা কমার পরেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। সেই রকমই হরিয়ানার একটি স্কুলে ঘটেছে দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে পড়ে ২৫ জন ছাত্র আহত হয়েছে।

ছাদ ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপাতের গন্নৌরে একটি স্কুলে। আহত শিক্ষার্থীদের গণৌর কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই দুর্ঘটনায় তিন শ্রমিকও গুরুতর আহত হয়েছেন। পাঁচ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক এবং তাদের খানপুরের পিজিআইতে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন- সমাপ্ত সরকারি বাস ডিপোর নির্মাণ কাজ, উদ্বোধন না হওয়ায় বিক্ষোভ বাসিন্দাদের

কি কারণে ওই হরিয়ানার সোনিপাতের গন্নৌরে স্কুলের ছাদ হঠাত করে ভেঙে পড়েছে তা জানা যায়নি। কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আকস্মিক এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে।