আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা মালিঙ্গার, সোশ্যাল মিডিয়ায় ভাসলেন আবেগে

0
127

খাস খবর ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। সব দলই এখন নিজেদের গোছাতে ব্যস্ত। ঠিক এই মূহুর্তে খারাপ খবর শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা।

এর আগে টেস্ট এবং একদিনের ফর্ম্যাট থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। অর্থাৎ এবারে কার্যত ২২ গজকেই বিদায় জানালেন কিংবদন্তি।

- Advertisement -

আরও পড়ুন: না খেলতে চেয়ে বোর্ডকে মাঝরাতে চিঠি দেন কোহলি: ডেভিড গাওয়ার

২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বেই টি-টোয়েন্টির শিরোপা পায় শ্রীলঙ্কা। ফাইনালে অভূতপূর্ব ওয়াইড ইয়র্কারে আটকে দিয়েছিলেন যুবি-ধোনিকে। এদিন টুইটারে মালিঙ্গা নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। লেখেন, “আগামী দিনগুলো তরুণ ক্রিকেটারদের জন্য তোলা রইল। ওদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছা রইল।”

এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তার ক্যাপশনে লেখেন, “আমার জুতোজোড়া বিশ্রাম নিতে চলল। কিন্তু ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা বিশ্রাম কখনোই নেবে না।” ভিডিওটিতে এছাড়াও ছিল টি-টোয়েন্টিতে তাঁর উইকেটের পরিসংখ্যান।

আরও পড়ুন: আইপিএলের অভিজ্ঞতাকে বিশ্বকাপে কাজে লাগাতে চান মুস্তাফিজুর

পরিসংখ্যান অনুযায়ী, মোট ৮৪ টি কুড়ি-বিশের ম্যাচ খেলেছেন মালিঙ্গা। উইকেট সংখ্যা ১০৭। শাহিদ আফ্রিদির পর টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি উইকেট তাঁরই নামে। ২০১৯ সালে ওডিআই থেকে অবসর নিয়েছিলেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে সর্বমোট পাঁচটি হ্যাটট্রিক। ৩টি একদিনের ম্যাচে এবং ২টি টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এবার জীবনের দ্বিতীয় ইনিংসে অন্য কোনো ক্ষেত্রে তাঁর হ্যাটট্রিক দেখার অপেক্ষায় সমর্থককুল।