তিলোত্তমায় পা রাখলেন ‘সোনার ছেলে’, শোনাবেন অলিম্পিকের কাহিনী

0
31

কলকাতা: টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর গোল্ডেন বয় নীরজ চোপড়া রয়েছেন শিরোনামে। জ্যাভেলিন থ্রো ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ। সেই নীরজই এবার পা রাখলেন তিলোত্তমায়। মঙ্গলবার বিকেলেই কলকাতা চলে এলেন নীরজ। টোকিও থেকে ফিরে দেশের বিভিন্ন জায়গায় একাধিক ইভেন্টে অংশ নিচ্ছেন তিনি। ১০০ বছরের খরা কাটিয়ে অলিম্পিক অ্যাথলেটিক্সে ভারতীয় হিসেবে সোনা জিতেছেন নীরজ।

টোকিও থেকে ফিরে দেশের বিভিন্ন জায়গায় একাধিক ইভেন্টে অংশ নিচ্ছেন তিনি। এবার নীরজ চলে এলেন কলকাতায়। ১৫ সেপ্টেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন নীরজ। সেই অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবেন তিনি। শোনাবেন সোনা জয়ের কাহিনী। নীরজকে এখনও দেশজুড়ে সর্বত্র সম্মান জানানো হচ্ছে। সেই সুযোগ এবার পাবে তিলোত্তমাও।

- Advertisement -

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা মালিঙ্গার, সোশ্যাল মিডিয়ায় ভাসলেন আবেগে

নীরজকে কলকাতা নিয়ে আসার পিছনে হাত রয়েছে শতদ্রু দত্তের। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত আয়োজিত ‘তাহাদের কথা’ শো-তেই থাকবেন নীরজ। শতদ্রুই তাঁর ফেসবুকে ভিডিও শেয়ার করে নীরজের আসার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন যে, গোল্ডেন বয় চলে এসেছেন, কলকাতায় স্বাগত। দমদম বিমানবন্দরে পুস্পস্তবক উপহার দেওয়া হয় নীরজকে