আইপিএলের অভিজ্ঞতাকে বিশ্বকাপে কাজে লাগাতে চান মুস্তাফিজুর

0
16

খাস খবর ডেস্ক: কোভিড-১৯ য়ের জেরে মাঝপথেই থেমে গিয়েছিল আইপিএল। প্রতিযোগিতাটি পুনরায় চালু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সেই উদ্দেশ্যে দুবাইয়ে রওয়ানা হলেন মুস্তাফিজুর রহমান। যাওয়ার আগে জানিয়ে দেন, আইপিএল থেকে প্রাপ্ত অভিজ্ঞতাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে চান তিনি।

বাংলাদেশী এই পেসার খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে পর্যন্ত পারফরম্যান্স মোটেই খুব ফেলনা নয়। ৭ ম্যাচে ৮.২৯ য়ের গড়ে মোট ৮ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। কিন্তু তার থেকেও বড়ো কথা, আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুইই দুবাইয়ের মাটিতে। এ সব মাথায় রেখেই নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ফিজকে সস্ত্রীক বিমানের ভেতরে দেখা যাচ্ছে।

- Advertisement -

আরও পড়ুন: টোকিওর বিজয়গাথা ধরে রাখতে একাধিক কর্মসূচী ঘোষণা এএফআইয়ের

পাশাপাশি ক্যাপশন হিসেবে তিনি লেখেন, “আইপিএলের দ্বিতীয়ার্ধে অংশ নিতে দুবাই চললাম। সকলে প্রার্থনা করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। যেহেতু দুটো খেলাই এক জায়গায়। তাই আইপিএলের অভিজ্ঞতাই টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে চাই।” উল্লেখ্য, শুধু তিনিই নন। আরো এক বাংলাদেশী তারকাকে দেখা যাবে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে নামবেন সাকিব আল হাসান।

কথা ছিল, দুজনে একসাথে রওয়ানা দেবেন দুবাইয়ে। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যেতে পারেননি ফিজ্। অবশেষে মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে সস্ত্রীক দুবাইয়ের প্লেনে চড়ে বসলেন তিনি। আগামী ২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামছে মুস্তাফিজুরের দল।